শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ হালনাগাদ তথ্যের ভিত্তিতে বিশ্বে ১৯ লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

দেবদুলাল মুন্না[২]জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ হালনাগাদ তথ্যের খবর জানিয়েছে রয়টার্স, সিএনএন ওয়াশিংটন পোস্টসহ কয়েকটি গণমাধ্যমের অনলাইন মঙ্গলবার জানিয়েছে।

[৩]গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে বেড়েই চলছে প্রাণঘাতী এই ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ হালনাগাদ তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৫০০।

[৪]আক্রান্ত ও মৃত উভয় পরিসংখ্যানেই সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ছুঁই ছুঁই। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩ হাজার ৬০০।মৃতের দিক থেকে দ্বিতীয় ইতালি, ২০ হাজার ৫০০ ছুঁই ছুঁই। আক্রান্তের দিক থেকে ইউরোপের দেশটি আছে তৃতীয়স্থানে; ১ লাখ ৫৯ হাজার ৫০০।আক্রান্তে দ্বিতীয় ও মৃতে তৃতীয়স্থানে আছে ইউরোপের আরেক দেশ স্পেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ হাজার ৭০০।

[৫]আর করোনার আঁতুড়ঘর চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৩,৩৪৫ জন।দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারতে করোনার আক্রান্তের সংখ্যা সাড়ে ১০ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৩৫৮ জন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়