শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার নববর্ষ পালিত হচ্ছে ঘরে,ডিজিটাল মাধ্যমে নিরাপদ দুরত্ব বজায় রেখে, বাইরে নেই কোনো অনুষ্ঠান, জনসমাগম

দেবদুলাল মুন্না:[২] আজ পহেলা বৈশাখ। ভোরের আলো ফুটতেই বাংলা নতুন বছর ১৪২৭-কে বরণ করে নেওয়া হয়। রমনার বটমূলে কেউ গায়নি বর্ষবরণের গান ‘এসো হে বৈশাখ’ । সকাল সাড়ে ছয়টায় রমনার দৃশ্য ছিল শুধুমাত্র সাত আটজনের স্বাস্থ্য রক্ষার জন্য মুখে মাস্ক, হাতে গ্লাভস মুড়ে হাটা বা জগিং।

[৩]সকাল আটটা। ঢাকা বিশ্বব্যিালয়ের সামনে কেউ নেই। দুজন পথচারী পাওয়া গেল। নেই কোনো শোভাযাত্রার আয়োজন। আল্পনা আঁকছে না কেউ। বৈশাখী শাড়ি বা পাঞ্জাবীর পরা মানুষের ঢল নেই। নেই কারো গালে আঁকা ‘শুভ নববর্ষ’।

[৪]সকাল আটটা চল্লিশ। রবীন্দ্র সরোবরেও নেই সেই প্রতিবছরের মতো গান‘আবার জমবে মেলা বটতলা হাটখোলা’।

[৫] না কোথাও নববর্ষকে পালন করা হচ্ছে না। মুক্তিযুদ্ধের পর আর কখনো এমন হয়নি। এবারই প্রথম হলোনা রমনা, চারুকলায়, রবীন্দ্রসরোবর সহ সব জায়গায় বর্ষবরণ।

[৬]করোনাভাইরাসের সংক্রমণে সব ধরনের জনসমাগম বন্ধ থাকায় স্বাস্থ্য সতর্কতা মেনেই নিয়মিত বর্ষবরণ অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন থেকে সরে আসা হয়েছে।তবে রমনার বটমূলে গত কয়েক বছর ধরে যে অনুষ্ঠান পরিবেশন করে এসেছে ছায়ানট, তারই ধারণকৃত ভিডিও দিয়ে সাজানো অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হল আজ পহেলা বৈশাখে সকাল ৭টায়।

[৭] বসেনি কোথাও মেলা। পুলিশকে করতে হচ্ছে না মানুষের উপচে পড়া ভীড়ের নিয়ন্ত্রণ। বন্ধ রয়েছে শাহবাগের ফুলের দোকান। পান্তা ইলিশের দোকানও নেই। মিষ্টির দোকানে নেই মানুষের ঢল।

[৮]সরকারি-বেসরকারি সবধরনের অফিস আদালত ও সবধরনের গণপরিবহন বন্ধের পাশাপশি জনসমাগম করে পহেলা বৈশাখ উদযাপনের সকল অনুষ্ঠান বন্ধ করে দিয়ে ঘরে বসে পরিবারের সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে রেডিও-টেলিভিশনের মাধ্য এ উৎসব উৎসব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৯]তারপরও অনেক পরিবার ছেলে মেয়ের আবদার মেটানোর জন্য বাড়িতেই পান্তা ইলিশ, আম-ডাল, শুঁটকি, কালোজিরা, তিল ও আলুর ভর্তাসহ বাংলা খাবার আয়োজন থাকবে বাসায় বাসায়। কিছু পরিবার অনেক আয়োজন করবে কিন্তু কোনো আত্মীয় স্বজন আসবে না। নিজেরাই পারিবারিকভাবে ঘরের মধ্যে পালন করছেন বৈশাখের উৎসব।

[১০] ফেসবুকে নববর্ষের বার্তা পাঠাচ্ছেন একে অন্যকে। ইনস্ট্রাগ্রামে বৈশাখি সাজে সেজে ছবি আপলোড করছেন অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়