শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে সোমবার ২ জন করোনা আক্রান্ত শনাক্ত, ২টি ভবন লকডাউন !

রাজু চৌধুরী, চট্টগ্রাম : [২] নগরীতে আরো দু'জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় নগরীর আকবরশাহ থানা ও পাহাড়তলী থানার যথাক্রমে উত্তর কাট্টলী ও সরাইপাড়ার দুটি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন। সোমবার ১৩ এপ্রিল রাত ৯ টায় চট্টগ্রামে নতুন করে ২ জন করোনা রোগী পাওয়ার তথ্য জানায় চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১৬ জন।

[৩] সোমবার ১৩ এপ্রিল রাতে থানা পুলিশ ও নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) যৌথ টিম ভবন ২ টি লকডাউন করেন। বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার আব্দুল ওয়ারিশ। তিনি বলেন, উল্লেখিত দুই থানা এলাকায় নতুন দুজন করোনা রোগী পাওয়া গেছে সেজন্য ২ টি ভবন চিহ্নিত করে লকডাউন করে দেয়া হয়। এছাড়া দুই ভবনের আশেপাশে লোকজনের চলাচলে কড়াকড়িও আরোপ করা হয়। আব্দুল ওয়ারিশ বলেন, নতুন দুজন করোনা রোগীর একজনের বয়স ৫০ এবং অন্যজনের বয়স ৫৭। এর মধ্যে ৫০ বছর বয়সী ওই রোগী একজন মহিলা। তিনি সোমবার দুপুরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ৫৭ বছর বয়সী রোগী একজন পুরুষ। তিনি বর্তমানে আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।উল্লেখ্য, গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়