শিরোনাম

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দোনেশিয়া রমজানের পর মুসলিমদের ছেড়ে দেবে, গবেষকরা না করেছেন

মৌরী সিদ্দিকা : [২] করোনা ভাইরাসের মহামারিতে বিশ্বের প্রায় সবগুলো দেশ। আক্রান্ত হয়েছে ইন্দোনেশিয়াও, দেশটিতে চলছে লকডাউন। তবে আগামী রমজান মাসের শেষের দিকে মুসলিমদের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের নিজ গ্রামে পাঠানোর কথা ভাবছে দেশটির সরকার। এদিকে রমজান মাসের পর মুসলিমদেরে উপর নিষেধাজ্ঞা তুলে নিলে ভাইরাসের সংক্রমণকে বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইন্দোনেশিয়ান গবেষকরা।

[৩] রয়টার্সের খবরে বল হয়, আগামী রমজান মাসের শেষের দিকে লক্ষ লক্ষ মুসলিমদের লকডাউন(মুদিক) থেকে ছেড়ে দিয়ে নিজ গ্রামে যাওয়ার অনুমতি দেওয়ার পরিকল্পনা করোনা ভাইরাস সংক্রমণকে আরও বাড়িয়ে দিতে পারে বলে ইন্দোনেশিয়ান সরকারকে হুঁশিয়ারি দিয়েছে দেশটির এক দল গবেষক।

[৪] খবরে বলা হয়, করোনার বিস্তার ঠেকাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোডো দেশটির সব কিছুকে আগামী রমজান মাস পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই সময় পর্যন্ত যে যেখানে অবস্থান করছেন সেখানেই থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার।

ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে দ্রুত গতিতে এগিয়ে চলছে করোনার সংক্রমণ। যা চীন ছাড়া এশিয়ার অন্য যেকোন দেশের চেয়ে ভয়ানক।

[৫] ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অনুষদ রয়টার্সের দেখা নতুন মডেলটির মাধ্যমে পূর্বাভাস দিয়েছে যে লকডাউন যদি অব্যাহত থাকে, তারপর জাভাতে আগামী জুলাইয়ের মধ্যে দশ লাখ লোক আক্রান্ত হতে পারে, যা দেশটির সর্বাধিক জনবহুল দ্বীপ এবং রাজধানী জাকার্তায় অবস্থিত।

দেশটির গবেষক পান্ডু রিওনো বলেছেন, যদি লকডাউন না থাকে তাহলে আমরা করোনায় আক্রান্তের সর্বোচ্চ স্থানে পৌঁছে যাবো। যেখানে লকডাউন থেকেও সাড়ে ৭ লাখ মানুষ আক্রান্ত হবে বলে মডেলটি দেখিয়েছে।

[৬] অনেকদিন আগেই সাড়ে ৪ হাজরের বেশি মানুষ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে। রিওনোর মতে, এই সংখ্যাটা এখন পর্যন্ত আড়াই লাখ হতে পারতো।

বছরের শেষের দিকে সাড়ে ১৯ মিলিয়ন মানুষকে লকডাউন করে রাখা হয়, যা ইন্দোনেশিয়ায় মুদিক নামে পরিচিত।

রিওনো বলেন, আমাদের গবেষকরা জানিয়েছে আগামী মে মাসের মধ্যে ইন্দোনেশিয়ায় ১ লাখ ৪০ হাজার মানুষ করোনায় মারা যাবে আর ১৫ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হবে যদি সরকার আরও কঠোর পদক্ষেপ না নেয়।

[৭] জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গতবছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে উৎপত্তি হয়ে বিশ্বজুড়ে প্রায় ১৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু বরণ করেছে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ। ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়