শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা কবলিত যুক্তরাজ্যে দেখা দিয়েছে লাশ বহনের ব্যাগের সংকট

ইয়াসিন আরাফাত : [২] করোনাভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব।  ভাইরাসটিতে মৃত ব্যক্তিদের লাশ বহনের বডি ব্যাগের মজুদ ফুরিয়ে যাওয়াতে সংকট দেখা দিয়েছে।

[৩] ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যু্ক্তারাজ্যে মরদেহের জন্য বডি ব্যাগ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে, একদিকে মরদেহ বহনের ব্যাগ মজুদ করা হচ্ছে, অন্যদিকে বিদেশ থেকে আগামী কয়েক সপ্তাহ ধরে এ ধরনের ব্যাগ আমদানি করা সম্ভব হবে না। তাই এ সংকট আরও তীব্র হবে।

[৪] যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা (এনএইচএস) বিভাগের সঙ্গে এ ব্যাগ সরবরাহকারী হিসেবে চুক্তিবদ্ধ ‘বারবার’ নামের একটি প্রতিষ্ঠান বলছে, চেন লাগানো বডি ব্যাগ পেতে এখন সমস্যা হচ্ছে। এই ব্যাগগুলো সব জায়গায় পাওয়া যায় না।

[৫] এনএইচএস’র সঙ্গে চুক্তিবদ্ধ আরেকটি বড় প্রতিষ্ঠান জানিয়েছে হাসপাতাল ও শেষকৃত্য প্রতিষ্ঠানগুলো এখন বডি ব্যাগের জন্য হন্যে হয়ে ঘুরছে।

[৬] তারা বলছে, মরদেহ বহনের ব্যাগগুলো চীনে তৈরি হয়। ব্রিটেনে এগুলো পৌঁছাতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগে। বিমানে এগুলো আনতে গেলে অনেক খরচ বেড়ে যায়। তারা নিজেরাই এই ব্যাগ তৈরির করার কথা চিন্তা করেছিল তবে ব্যাগ তৈরির জন্য যে প্লাস্টিকের কাপড় দরকার হয় তাএখন আমদানি করা যাচ্ছে না।

[৭] যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন, বডি ব্যাগের অভাবে তাদেরকে কাপড় দিয়ে মরদেহ মুড়ে রাখতে হচ্ছে।

[৮] তবে এনএইচএস বলছে, তাদের কাছে যথেষ্ট পরিমাণে বডি ব্যাগ মজুদ রয়েছে। রোগীর মৃত্যুর সঙ্গে সঙ্গে কোভিড-১৯ জীবাণু ধ্বংস হতে শুরু করে। ফলে মরদেহ স্থানান্তরের কাজে বডি ব্যাগ ব্যবহারের আর প্রয়োজন থাকে না।

[৯] যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ সোমবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৬২১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৩২৯ জনের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়