শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপবাদ দিয়ে কোনো দলকে ঘায়েল করার অপচেষ্টা না করে আসুন চাল চোর ধরি এবং সোচ্চার হই

আশরাফুল আলম খোকন : বহুমাত্রিক সমাজ আমাদের। এই দেশে হরেক রকমের মানুষ বসবাস করে। সবাই ভালো না, সবাই খারাপও নন। বিভিন্ন জাতপাত মিলেই আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশে তিতুমীর সূর্যসেন, প্রীতিলতা, ক্ষুদিরাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেমন জন্ম হয়েছে। ঠিক তেমনি মীরজাফর, গোলাম আজম, খন্দকার মোশতাকদির মত কুখ্যাতরাও যুগে যুগে জন্ম নিয়েছে।
তেমনি লাখ কোটি ভালো মানুষের পাশাপাশি দেশে কিছু চাল চোর,গম চোর, গরিবের ত্রাণ চোর, রেশনের মাল চোরও আছে। তাদের কোনো দলীয় পরিচয় নেই। পরিচয় একটাই তারা চোর। গরিবের হক আত্মসাতকারী। আওয়ামী লীগ ক্ষমতায় দীর্ঘদিন। খুব স্বভাবিকভাবেই কেউ কেউ আওয়ামী লীগের দিকেই আঙ্গুল তোলার চেষ্টা করেন। অনুরোধ, আপনারা নিজেদের সাধারণ জ্ঞানটা একটু ব্যবহার করেন। আওয়ামী লীগের কারও কিন্তু ‘সরকারি’ চাল, গম, রেশন পাবার সুযোগ নেই।
সরকারি ত্রাণের চাল যারা পাচ্ছেন তারা উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিরা। রেশনের মালামাল পাচ্ছেন স্থানীয় ডিলাররা। তাদের যেকোনো দলীয় পরিচয় থাকতে পারে। কিন্তু তারা যখন ‘জনপ্রতিনিধি’ পরিচয়ে চুরি করছেন তখন তাদের ‘দলীয়’ পরিচয়ে রং দেয়াটা অন্যায়।
অনিয়ম ঘটেনা পৃথিবীতে এমন কোনো দেশ নেই। দেখার বিষয় হচ্ছে বিচার হয় কিনা। যারাই এইসব ত্রাণ চুরির ঘটনার সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড়ছেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশেই যেখানেই অনিয়মের খবর পাচ্ছে, সেখানেই চলছে অভিযান ও গ্রেফতার। কোনো দলীয় পরিচয় দেখা হচ্ছে না। কাউকেই ছাড়া হচ্ছে না। অপবাদ দিয়ে কোনো দলকে ঘায়েল করার অপচেষ্টা না করে আসুন চাল চোর ধরি এবং সোচ্চার হই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়