শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাত ধুইয়া কি করমু, পেটের জ্বালায় মরতাছি

ডেস্ক রিপোর্ট : [২] প্রধানমন্ত্রী আমরা কিছুই পাই নাই। বাল বাচ্চা লইয়া না খাইয়া মরতাছি। সবাই সাহায্য করতাছেন। কিন্তু আমরা বাল বাচ্চা লইয়া না খাইয়া মরি। খালি ৫টা সাবান পাইছি। বাল বাচ্চা লইয়া না খাইয়া মইরা যাইতাছি। হাত ধুইয়া কি করমু। কেমনে বাঁচমু?’

[৩] এভাবেই নিজেদের ক্ষোভ আর কষ্টের কথা বলছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের উত্তর কুমুদীনি বাগান এলাকার কয়েকশ দরিদ্র নারী-পুরুষ। তাদের অভিযোগ এখন পর্যন্ত তাদের এলাকায় কোনো খাবার পৌঁছায়নি। স্থানীয় কাউন্সিলর বাম দলের নেতা অসিত বরণ বিশ্বাসকে বাসায় গিয়েও পাচ্ছেন না, মোবাইলেও পাচ্ছেন না।

[৪] অভিযোগকারীরা বলেন, আমরা বস্তিতে থাকি। আমাদের কেউ কোনো সাহায্য করছে না। আমাদের বাধ্য হয়ে কাজের জন্য রাস্তায় নামতে হয়। আমাদের পোলাপান আছে, সংসার আছে, আমরা কেউ কোনো খাদ্য পাচ্ছি না।

[৫] এ সময় স্থানীয় কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের প্রতি ক্ষোভ জানিয়ে এলাকাবাসী বলেন, কাউন্সিলর আমাদের দেখেই না, আসেই না। ভোটের সময় সবাই আসেন। তখন ঘরের ভেতরে ঢুকে সালাম দিয়ে ভোট চায়। এ ব্যাপারে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। তার বাড়িতে প্রতিবেদক গেলেও বাসায় নেই বলে জানানো হয়।

[৬] উল্লেখ্য, গত ৩ দিনে ত্রাণের দাবিতে নাসিকের বন্দর এলাকার ২১নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদেও অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন কয়েকশ এলাকাবাসী। ২২নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের অফিসও ঘেরাও করে বিক্ষোভের ঘটনা ঘটেছে।

সুত্র : যুগান্তর/ই.আ

  • সর্বশেষ
  • জনপ্রিয়