শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঋণের টেনশনে আমি আধমরা, আত্মহত্যা বেছে নিলাম

আব্দুল্লাহ আল আমীন : [২] ময়মনসিংহে ঋণের টাকা পরিশোধের দুশ্চিন্তায় এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন। আয়েশা খাতুন (৩০) নামের ওই নারী একটি কওমি মাদ্রাসার শিক্ষকের স্ত্রী। পাঁচ সন্তানের এ মা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

[৩] আজ সোমবার সকাল ৭টায় জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ঘিলাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর আগে ওই নারী একটি চিরকুট লিখে যান।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৭টায় আয়েশা খাতুন নামের ওই নারী তার বাড়ির গোসলখানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এমন একটি চিরকুট লিখে রেখে যান তিনি।

[৫] আয়েশা আক্তারের স্বামী মাওলানা ওমর ফারুক (৩২) শেরপুর জেলায় এক কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তার পাঁচ সন্তানের মধ্যে বড় সন্তানের বয়স ১২ বছর।

[৬] আয়েশা আক্তারের চিরকুটে লেখা ছিল, ‘প্রিয়, মা, বাবা, ভাই, বোন, আমার পাঁচটা ছোট ছোট বাচ্চার রান্না, ধোয়া, গোছানো, খাওয়ানো, পড়ানো তার পাশাপাশি অনেক টাকা ঋণের টেনশনে আমি আধমরা। তার মধ্যে তার মধ্য দিয়ে আবার ৬ নাম্বার বাচ্চার টেনশনে আমি আত্মহত্যা বেছে নিলাম। এর জন্য দায়ী কেউ নয়। সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।’

[৭] ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহে পাঠানো হয়েছে।আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়