শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস মোকাবেলায় গাইবান্ধায় এক ব্যতিক্রর্মী উদ্যোগ

রফিকুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : [২] প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও মোকাবেলায় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মো. আশরাফুল ইসলাম লুডু ব্যতিক্রর্মী এক উদ্যোগ গ্রহণ করেছেন।

[৩] খোঁজ নিয়ে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা রেলওয়ে ব্রীজ সংলগ্ন মোল­¬া বাজারে আসা মানুষদেরকে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় এবং জনসচেতনতা সৃষ্টির জন্য সচেতন করতে ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডু প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত নিজে বাজারের মাঝখানে লাঠি হাতে দাঁড়িয়ে থেকে জনসমাগম হওয়া থেকে বিরত রাখছেন।

[৪] শুধু তাই নয়, বাজারে আসা লোকজনদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য হ্যান্ড মাইক দিয়ে বার বার প্রচার চালাচ্ছেন। আশরাফুল ইসলাম লুডুর প্রচারণা দেখে এখন বাজারের লোকজন অনেক সচেতন হয়েছেন। শুধু তাই নয়, বাজারের প্রবেশ দ্বারে এবং রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে পানির ড্রাম ও সাবান রাখা হয়েছে হাত ধোয়ার জন্য। এছাড়া প্রতিদিন মোল¬া বাজারসহ গ্রামে গ্রামে জীবানুনাশক ¯েপ্র করা হচ্ছে।

[৫] এ বিষয়ে মোল¬া বাজারের পল¬ী চিকিৎসক মো: আব্দুল লতিফ জানান, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডু করোনা ভাইরাস মোকাবেলায় গাইবান্ধায় করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার শুরু থেকেই এই প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। তার প্রচার প্রচারণা দেখে বাজারে আসা লোকজন এখন অনেক সচেতন হয়েছে।

[৬] এব্যাপারে স্থানীয় প্রকৌশলী শামীম প্রামানিক বাদল জানান, বর্তমান দেশের এই প্রেক্ষাপটে ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডু খুবই ভাল উদ্যোগ গ্রহণ করেছেন। তার এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই প্রচার প্রচারণা হওয়ার পর থেকে এখন আর বাজারে লোক সমাগম দেখা যায় না। শামীম প্রামানিক বাদল আরও জানান, আমি নিজে এবং এলাকার যুবক ছেলেদের সাথে নিয়ে মোল­¬া বাজার, কিশামত বালুয়া
[৭] উত্তরপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়াসহ আশেপাশের এলাকায় জনগণকে সচেতন হওয়ার জন্য মাইকিং করে প্রচার প্রচারণা করে আসছি। যাতে করে এই এলাকাসহ আশেপাশের এলাকার মানুষ মরণব্যাধি করোনা ভাইরাস থেকে রক্ষা পায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়