শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুস্থ আছেন আল্লামা শফী; গুজব না ছাড়ানোর আহ্বান

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] জেলার একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া চিকিৎসাধিন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ আমদ শফী’র শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে।

[৩] তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।

[৪] সোমবার সন্ধ্যায় পৌনে ৬টয় হেফাজত আমিরের মেজ ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী এ প্রতিদেককে এমটা নিশ্চিত করেন। এছাড়া তাঁর শারীরিক সুস্থতায় জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন ও গুজব না ছড়াতে এবং গুজবে কান না দেয়ারও তিনি আহ্বান জানান।

[৫] গত ১১ এপ্রিল (শনিবার) বিকাল সাড়ে ৫টার দিকে আগে বমি, মাথাব্যাথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দূর্বলতাসহ নানা সমস্যায় নিয়ে হফোজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

[৬] এরপর থেকে সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।

[৭] প্রসঙ্গত, শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়