শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে স্বল্প মূল্যের চাল আত্মসাৎ ও মজুদ রাখার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি : [২] উপজেলার ধল্লা ইউনিয়নের আওয়ামী সে¦চ্ছাসেবকলীগ সভাপতি ও খাদ্য বান্ধব কর্মসূচী স্বল্প মূল্য চালের ডিলার আবু বকর সিদ্দিক ওরফে বরকত(৩৫)কে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত বরকত ওই ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের মৃত তালেব আলীর পুত্র।

[৩] অপরদিকে, জয়মন্টপ ইউনিয়নের একই কর্মসূচীর ডিলার ইবারত হোসেনের দোকানে চাল মজুদ রাখার অভিযোগে তার সহকারি কামাল হোসেন(৩২) নামের একজনকে আটক করলেও মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

[৪] সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা (ইউএনও) বলেন,গত রোববার (১২এপ্রিল)সন্ধ্যায় ধল্লা ইউনিয়নের স্বল্প মূল্যের চালের ডিলার আবু বকর সিদ্দিকের ধল্লা বাজার দোকানে গিয়ে তার কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় ৮৯ বস্তা চাল আতœসাৎ ও ৪৪ বস্তা চাল মজুদ করেছেন তিনি।

[৫] চাল আত্মসাৎ ও মজুদ রাখার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক তাকে পুলিশে সোর্পদ করা হয়।সেই সাথে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে বাদি করে অভিযুক্ত ডিলার আবু বকরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন ,জয়মন্টপ ইউনিয়নের ডিলার ইবারত হোসেনের দোকানে ২৬ বস্তা চাল মজুদ রাখার অভিযোগে তার সহকারি কামাল হোসেনকে আটক করা হয়। লকডাউন চলমান থাকায় কার্ডধারীরা চাল নিতে না আসতে পারার বিষয়টি ফুড অফিসারকে অবগত করার প্রমাণ পাওয়া গেলে তাকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়।

[৬] এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো হাবিবুর রহমান বলেন,উপসহকারি কৃষি কর্মকর্তা নাজিমুদ্দিন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করলে অভিযোগটি মামলা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে।সেই সাথে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়