শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ নির্বাচনী প্রচারের প্রথম দিনেই চার জেলায় হামলা সংঘর্ষ, আহত ২০ (ভিডিও) ◈ বেনাপোলের ভোলা ঢাকায় পিস্তল গুলিসহ গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে হুম‌কি ম‌নে কর‌ছেন ◈ কেউ কা‌রো দোষারোপ, করবে না, অথচ বিএনপি-জামায়াত প্রচারণা শুরু করলো একে অপ‌রের সমা‌লোচনা ক‌রে ◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী বছর জিডিপির হার ২শতাংশ হলে গত কয়েক বছরে যারা দরিদ্রসীমার উপরে উঠেছিলেন তারা আবার চরম দরিদ্র হয়ে পড়েবে।

বিশ্বজিৎ দত্ত: [২] সিপিডির গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম বলেন, কত মানুষ চরম দারিদ্রে পড়বেন তা নির্ভর করবে প্রধানত ২টি বিষয়ের উপরে। প্রথমটি হলো সরকার কত দক্ষতার সঙ্গে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করতে পারছি। দ্বিতীয়ত, অর্থনীতিতে কার্যকর উদ্যোগ নিতে পরছি কিনা।

[৩] তিনি মনে করেন, অর্থনীতির ২টি খাতের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ্য হবে রপ্তানি ও রেমিটেন্স খাত। এই দুটি খাত দীর্ঘদিন সমস্যায় থাকবে। আভ্যন্তরীণ খাতের মধ্যে রয়েছে কৃষি। সরকার তার প্যাকেজগুলোকে যদি সচল রাকতে পাওে তবে আশা আমাদের ঘুরে দাঁড়ানোর মতো আশা রয়েছে।

[৪] আগামীতে শহরের অস্থায়ী শ্রমিকদের গ্রামে ফিরে যাওয়ার প্রবণতা বাড়বে।কারণ শহরে কাজ কমে যাবে। তাদেরকেও চিহ্ণিত করে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মূলত ব্যক্তিগত মানুষের চাহিদা বৃদ্ধি করতে হবে।

[৫] পরিশেষে তিনি বলেন,সবচেয়ে আগে হলো , জরুরি সমস্যা সমাধান করা তা অনুধাবন করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়