শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে নতুন ভূমিকায় টেন্ডুলকার [২] ১২ হাজার চিকিৎসকের সেমিনারে বক্তব্য রাখলেন ক্রিকেট কিংবদন্তী

এল আর বাদল : [৩] করোনার লকডাউনের মধ্যে খেলাধুলা বন্ধ। নতুন-নতুন ভূমিকায় দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। নিজের ছাদে দাঁড়িয়ে তরোয়াল ঘোরাচ্ছেন রবীন্দ্র জাদেজা। তো অন্যদিকে অনলাইনে ক্রিকেট কোচিং করাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবং রবিচন্দ্রন অশ্বিন। পিছিয়ে নেই শচীন টেন্ডুলকারও। লকডাউনের মাঝে নতুন ভূমিকায় অবতীর্ন হলেন মাস্টার ব্লাস্টার। চিকিৎসকদের একটি ওয়েব সেমিনারে বক্তা হিসাবে দেখা গেলো ভারতীয় কিংবদন্তিকে।

[৪] খেলতে গেলে ক্রিকেটারদের কি ধরণের চোট লাগতে পারে এবং কীভাবে সেই চোট সারানো যেতে পারে, মূলত এই বিষয়গুলি নিয়ে ডাক্তারদের অবহিত করলেন শচীন। বিখ্যাত অর্থপেডিক সার্জেন সুধীর ওয়ারিয়ারের কাছে শচীন জানতে পারেন যে (করোনা নিয়ে ইন্টারনেটের মাধ্যমে ডাক্তারদের একটি সেমিনার, যাকে বলা হয় ওয়েবিনার) ওয়েবিনারের মাধ্যমে লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন ডাক্তাররা নিজেদের আপডেট রাখতে আলোচনা চক্রে অংশ নিচ্ছেন। - কলকাতা টোয়েন্টি ফোর

[৫] ওয়েবিনারে আলোচনার বিষয়বস্তু ছিলো ক্রীড়াবিদদের চোট-আঘাত। তার অভিজ্ঞতা চিকিৎসদের কাজে লাগবে বলে নিজে থেকে এই ওয়েব-সেমিনারে অংশ নেন শচীন। ওয়েবিনারে অংশ নেওয়া দেশের প্রায় ১২ হাজার চিকিৎসকদের শচীন জানান যে একটা ক্রীড়াবিদের চোট সাধারণ মানুষের চোট থেকে কতটা আলাদা। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানান, যে চোট পেলে একজন ক্রীড়াবিদের শরীরের উপর তো ধকল যায় ই, সঙ্গে মানসিক চাপও সামলাতে হয়। ফর্মের চূড়ায় থেকে টেনিস এলবো হওয়ার পর কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় কিভাবে তাকে তাড়া করে বেড়াতো, সেটাও চিকিৎসদের জানান শচীন।

[৬] মাস্টার ব্লাস্টারের বক্তব্য, চোট সারানোর পাশাপাশি ক্রীড়াবিদরা যাতে হতাশ না হয়ে পড়েন সেই দিকটাও চিকিৎসকদের দেখতে হবে। ভারতীয় ক্রিকেট দলের ফিজিও নিতিন প্যাটেলের সঙ্গে এই ওয়েবিনার পরিচালনা করেন চিকিৎসক সুধীর ওয়ারিয়ার।- জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়