শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে আসছে বেসরকারি হাসপাতাল, আনা হবে আরো ভ্যান্টিলেটর, ডাক্তার, নার্স ও প্রশাসনের মৃতদের জন্য মাগফেরাত কামনা

লাইজুল ইসলাম: [২] দুপুরে আইইডিসিআরের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বেসরকারি হাসপাতালের এসোসিয়েশনের সঙ্গে আমাদের কথা হয়েছে। ওনারা ওনাদের বেশ কয়েকটি হাসপাতাল কোভিড রোগির চিকিৎসার জন্য।

[৩] শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ৫০০ বেডের ও আনোয়ার খান মেডিকেল কলেজও ৫০০ বেডের হাসপাতাল দিতে চাচ্ছে। এগুলো বেশ ভালো হাসপাতাল। এখানে আইসিইউ রয়েছে। প্রত্যেকটি জেলায় বেসরকারি হাসপাতাল আছে তারা এগিয়ে আসছে।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আরো ভেন্টিলেটর এবং অক্সিজেনের ব্যবস্থা করার চেষ্টা করে যাচ্ছি। যত দ্রæত সম্ভব এটা আনা হবে। কিন্তু এগুলো যদিও পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।

[৫] প্রশাসনের ব্যক্তিবর্গরা কাজ করে যাচ্ছে, এজন্য তাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, কঠোর ভাবে লকডাউন মেইনটেইন করতে হবে। প্রথম যোদ্ধা ডাক্তার, নার্সরা। এরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। এছাড়া, মন্ত্রণালয়, অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

[৬] মন্ত্রী বিশেষ করে যারা কোভিড-১৯ হাসপাতালগুলোতে কাজ করছে তাদের ধন্যবাদ জানান। কুর্মিটোলা হাসপাতালেও অনেক রোগি আছে। তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা জানি অনেক ডাক্তার, নার্স, সেনা সদস্য ও অন্যান্যরা কাজ করতে গিয়ে কোভিড আক্রান্ত হয়েছে। তাদের সকলের সুস্থ্যতা কামনা করি। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরতা কামনা করেছেন মন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়