শিরোনাম

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫ জন, মৃতের সংখ্যা ৩৯, নতুন ১৮২সহ আক্রান্ত ৮০৩ জন (ভিডিও)

শাহীন খন্দকার ও লাইজুল ইসলাম : [২] দুপুরে আইইডিসিআরের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট করা হয়েছে রেকর্ড পরিমান ১৫৭০ জনের। এরমধ্যে রেকর্ড পরিমান আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এই সংখ্যা দাড়িয়েছে ৪২ জনে।

[৩] জাহিদ মালেক বলেন, ঢাকা মেডিকেলের পুরোনো বার্ন ইউনিট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের একটি ভবন আমরা চেষ্টা করছি করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত করা হয়েছে। আরো বেশ কয়েকটি হাসপাতাল নিচ্ছি।

[৪] তিনি বলেন, বেসরকারি হাসপাতালের এসোসিয়েশনের সঙ্গে আমাদের কথা হয়েছে। ওনারা ওনাদের বেশ কয়েকটি হাসপাতাল কোভিড রোগির চিকিৎসার জন্য। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ৫০০ বেডের ও আনোয়ার খান মেডিকেল কলেজও ৫০০ বেডের হাসপাতাল দিতে চাচ্ছে। এগুলো বেশ ভালো হাসপাতাল। এখানে আইসিইউ রয়েছে। প্রত্যেকটি জেলায় বেসরকারি হাসপাতাল আছে তারা এগিয়ে আসছে।

[৫] মন্ত্রী বলেন, নারায়নগঞ্জসহ বেশ কয়েকটি এলাকা বেশি সংক্রমিত হয়েছে। গতকাল দেশের সব এলাকার ডাইরেক্টরদের সঙ্গে আলাপ হয়েছে। যেসব এলাকা বেশি সংক্রমিত হয়েছে সেসব এলাকায় হয় ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে লোক গিয়েছে। এ বিষয়ে আমাদের আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। লকডাউনটা বেশি জোরদার করতে হবে। এই এলাকাগুলোকে বেশি নজরদারিতে রাখতে হবে।

[৬] জাহিদ মালেক বলেন, এখনো লক্ষ্য করা যাচ্ছে বেশির ভাগ মানুষ নির্দেশনা মানছেন না। বাইরে ঘোরা ফেরা করছেন। বাজারে ভীড়ের মধ্যেই চলা ফেরা করছে। লকডাউন কেউ ঠিক ভাবে মানছেন না। বাইরে লোকজন অযথা ঘোরাফেরা করছে। ইতমধ্যে ঢাকায় সামাজিক ট্রান্সমিসন হয়ে গেছে। তাই যত বেশি ঘুরবে তত বেশি আক্রান্ত হবে।

[৭] মন্ত্রী বলেন, হাসপাতালে লক্ষ লক্ষ রোগী চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। তাই আমাদের সাবধানে থাকতে হবে। বাসায় থাকতে হবে। তাহলেই আক্রান্ত হওয়ার সুযোগ নেই। টেস্ট করতে হবে। যারা আক্রান্ত হবেন শুধু তাদেরকেই চিকিৎসা দেওয়া হবে।

[৮] স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আরো ভেন্টিলেটর এবং অক্সিজেনের ব্যবস্থা করার চেষ্টা করে যাচ্ছি। যত দ্রুত সম্ভব এটা আনা হবে। এগুলো যদিও পাওয়া যাচ্ছে না। ইউরোপ অ্যামেরিকাতে হাজার হাজার লোক মারা যাচ্ছে। লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে।

[৯] প্রশাসনের ব্যক্তিবর্গরা কাজ করে যাচ্ছে, এজন্য তাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, কঠোর ভাবে লকডাউন মেইনটেইন করতে হবে। প্রথম যোদ্ধা ডাক্তার, নার্সরা। এরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। এছাড়া, মন্ত্রণালয়, অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

[১০] মন্ত্রী বিশেষ করে যারা কোভিড-১৯ হাসপাতালগুলোতে কাজ করছে তাদের ধন্যবাদ জানান। কুর্মিটোলা হাসপাতালেও অনেক রোগী আছে। তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা জানি অনেক ডাক্তার, নার্স, সেনা সদস্য ও অন্যান্যরা কাজ করতে গিয়ে কোভিড আক্রান্ত হয়েছে। তাদের সকলের সুস্থ্যতা কামনা করি। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরতা কামনা করেছেন মন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়