শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টিনের দিনলিপি : কষ্ট নিয়ে ঢাকায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

ডেস্ক রিপোর্ট : [২] করোনা প্রাদুর্ভাবের এই সময় গাইবান্ধায় নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে থাকতে চেয়েছিলেন ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। সেরকম উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু সামাজিক দুরত্ব কর্মসূচি বজায় রাখতে স্থানীয় পুলিশ তাকে যে পরামর্শ দিয়েছে সে অনুযায়ি তিনি ঢাকায় অবস্থান করছেন। এলাকার মানুষের পাশে যেতে না পারার কষ্ট নিয়ে দিন ঘরবন্দি সময় পার করছেন। ফজলে রাব্বি মিয়া জানান, তিনি এলাকায় গেলে সাধারণ মানুষ ছুটে আসে। কাউকে বাধা দেয়ার সুযোগ নেই। পুলিশ অনুরোধ করেছে বয়সের কারণে এই ভিড় এড়াতে। এলাকায় অবস্থান করলে এটা কোনভাবেই সম্ভব না। পুলিশ ও প্রশাসন বলেছে, আমার পক্ষ থেকে এলাকার যে ধরনের সাহায্য সহায়তা দরকার তা অব্যাহত থাকবে। মানবজমিন

[৩] তিনি বলেন, করোনা আমাদের জন্য দু:সহ দু:সময় বয়ে এনেছে। অনেক মানুষ কষ্টে আছেন। আমার নির্বাচনী এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই এই সময় আমি তাদের পাশে থাকতে চেয়েছি। ডেপুটি স্পিকার বলেন,সশরীরে এলাকায় না থাকতে পারলেও মূলত আমি সারাদিন এলাকার মানুষের সঙ্গেই আছি। স্থানীয় নেতা থেকে শুরু করে নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলছি। তাদের খোঁজ-খবর নিচ্ছি। যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের বাড়িতে বাড়িতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে রাতে শোয়ার আগ পর্যন্ত একই কাজ করে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে এরইমধ্যে পর্যাপ্ত খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। এসবের পাশাপাশি ব্যক্তিগতভাবে এলাকার মানুষকে সহায়তা করছি।

তিনি বলেন, এই সময় মানুষের চিকিৎসা সেবা পেতে যেনো কোন সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য রাখছি। আমার এলাকার সংশ্লিষ্টদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। ডেপুটি স্পিকার বলেন, এলাকার মানুষের সঙ্গে থাকার পাশাপাশি বাসায় বসে নিয়মিত কোরআন তেলাওয়াত করছি ও পড়াশোনা করছি। বাসায় যে কয়টা বই ছিলো তা এরইমধ্যে শেষ হয়েছে। ছুটি থাকার কারণে সংসদ সচিবালয়ও বন্ধ রয়েছে। তারপরও কয়েকদিন আগে আমার সংসদের অফিস থেকে বই আনিয়েছি। এই কয়দিনের মধ্যে এসব বই পড়া শেষ করতে পারবো বলে আশা করছি। তিনি বলেন,আর কয়দিন পরই শুরু হচ্ছে সংসদের অধিবেশন। অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটি এর মেয়াদ ঠিক করবে। তবে এবারের অধিবেশন যেনো একদিনের জন্য হয় সে পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে। এদিকে সম্প্রতি এক ভিডিও বার্তায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় নিজ নির্বাচিত এলাকা গাইবান্ধা ফুলছড়ি ও সাঘাটা উপজেলাবাসীর জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

[৪]  তিনি বলেন, বিশ্ববাসীকে আজ এক মহা সংকটের মোকাবিলা করতে হচ্ছে। আপনারা যদি আতঙ্কিত না হয়ে সতর্কতা ও সচেতনতার সঙ্গে অবস্থান করেন তাহলে অতি অল্প সময়ে এ সংকট মোকাবেলা সম্ভব হবে। ডেপুটি স্পিকার বলেন, করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক যেহেতু এখনও আবিষ্কার হয়নি, কিন্তু প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা গ্রহণ করলে এ ভাইরাসের সংক্রমণ রোধ করা যায়। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কয়েকটা দিন সকল প্রকার গণসমাবেশ ও অহেতুক ঘোরাফেরা এড়িয়ে চলুন। নিজ গৃহে অবস্থান করুন। বিশেষ প্রয়োজন ছাড়া বাহির হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুয়ে ফেলুন। মাস্ক ব্যবহার করুন। সরকার ঘোষিত যে কোন নির্দেশনা মেনে চলুন।

টেলিভিশনে নিয়মিত বুলেটিন দেখুন। করোনা প্রতিরোধে নির্দেশনা নিজে বুঝুন, অন্যকেও বোঝান। গাইবান্ধাবাসীর প্রতি আহ্বান জানিয়ে ফজলে রাব্বী মিয়া বলেন, কারো মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে সাথে সাথে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করুন। যে কোনো দুর্যোগে বর্তমান জন-বান্ধব সরকার আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে মনে রাখবেন, পরিবার ও প্রতিবেশীর প্রতি আপনার দায়বদ্ধতা রয়েছে। সচেতন হউন, অন্যকে সচেতন করুন। নিজে বাঁচুন অন্যকেও বাঁচতে সাহায্য করুন। বিপদেই মনুষ্যত্বের আসল পরিচয়। তাই অবিবেচকের মত নিজের এবং অন্যের জীবনকে হুমকির মুখে ঠেলে দিবেন না। এ দেশ আপনার আমার সকলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়