শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকায় ‘মহা দুর্যোগ’ ঘোষণা

ইয়াসিন আরাফাত : [২] আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনও প্রেসিডেন্ট একসঙ্গে ৫০টি স্টেটে মহা দুর্যোগ ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও ট্যুইট করে জানিয়েছে এমন ঘটনা আমেরিকার ইতিহাসে প্রথম। একইসঙ্গে তিনি বলেছেন, ‘অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতবই। দ্য হিল

 

[৩] এর আগে জঙ্গি ৯/১১ জঙ্গি হামলায় আমেরিকাকে ভেঙে পড়তে দেখেছিল বিশ্ব। এবার তাকেও ছাপিয়ে গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। ওয়াশিংটন পোস্ট

[৪] এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে বিশ্বের সবথেকে ক্ষমতাশালী দেশ আমেরিকাতেই। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ১৩৭৯ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৯৫৬ জনে। যা কিনা ইতালির থেকেও বেশি। ইতালিতে বর্তমানে মৃতের সংখ্যা ১৯ হাজার ৮৯৯ জন। আক্রান্ত ১ লক্ষ ৫২ হাজার ২৭১ জনের মধ্যে সেরে উঠেছেন ৩২ হাজার ৫৩৪ জন। আমেরিকাতে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৫৬ জন। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ২৩৫ জন।

[৫] প্রেসিডেন্ট ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি জুড ডের এর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ঘোষণায় ট্রাম্প সকল আমেরিকানদের স্বাস্থ্য রক্ষার জন্য প্রতিটি স্টেটের গভর্নদের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

[৬] জুড ডের জানান, হোয়াইট হাউসের দেয়া ঘোষণা অনুযায়ী দেশটির ফেডারাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) এবং আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের মতো ফেডারেল সংস্থাগুলো সমন্বয় করে সকল রাজ্য, স্থানীয় সরকারসমূহ এবং কিছু অলাভজনক সংস্থাকে প্রয়োজনীয় সাহায্য সরবরাহ করবে। নিউ ইয়র্ক পোস্ট

[৭] এর আগে গত বৃহস্পতিবার দেশটির ওয়াইমিং স্টেটের গভর্নর মার্ক গর্ডন এক চিটিতে পুরো আমেরিকা জুড়ে মহা দুর্যোগ ঘোষণা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ জানান। চিঠিতে গর্ডন বলেন, দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করা হলে, করোনা মোকাবিলায় প্রস্তুতি নেয়া এবং জঙগণকে সাহায্য করা সহজ হবে। নিউ ইয়র্ক পোস্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়