শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসুন, এই মহাদুর্যোগে সবাই ঐক্যবদ্ধ থাকি

আসিফ আকবর : করোনা নিয়ে দেশের সবাই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকায় আমি পরিবার নিয়ে লেখালেখি শুরু করেছি। পেপার পড়া হয় না, নিউজও দেখি কম। আপাতদৃষ্টিতে সিরিয়াস জাতি করোনা চলে গেলে সব ভুলে যাবে ঐতিহ্য অনুযায়ী। লাখো হাজার কোটি টাকার লুটেরা পঙ্গপালদের জায়গা দখল করেছে ছিঁচকে চালচোর বঙ্গপাল। ব্যস্ত সময়েই হুজুগে জাতি যেকোনো ইস্যুতেই উত্তেজিত থাকতো, এখন তো হাতে শুধু সময় আর সময়। ইদানীং দেখি করোনার আফটার শক্ হিসেবে সবাই কে কোথায় কফি খাবে ডিনার করবে লংড্রাইভে যাবে এই নিয়ে ফেবুতে একটা জরিপে আছে। পরিস্থিতি কতটা সিরিয়াস এটা শুধু ফেবুতেই সীমাবদ্ধ। কে কাকে কীভাবে সাহায্য করবে, কার কী করা উচিত সব ব্যাপারে উপযাচকদের কিচ্ছাকাহিনি পড়ে মনে হচ্ছে নতুনভাবে সব শিখতে হবে। মনে হচ্ছে জীবনে কিছুই করিনি গান গাওয়া ছাড়া। জীবনে ফুটো পয়সা নিয়ে দাঁড়ায়নি কারও পাশে তাদের কাছ থেকেও জ্ঞান পাচ্ছি। আমার পেজে তাদের পেলেই ব্লক মেরে টেরিটোরির বাইরে পাঠিয়ে দিচ্ছি। কারণ আমার এখানে জ্ঞান দেওয়া এবং নেওয়া নিষিদ্ধ। জীবনে কারও বুদ্ধিতে চলিনি, দুয়েকটা যদি নিয়েও থাকি সেখানে শুধু ক্ষয়ক্ষতিই হয়েছে। আমার নিজের শিক্ষাদীক্ষা অভিজ্ঞতার উপর যথেষ্ট আত্মবিশ্বাস আছে। ফেসবুক বিপ্লবীদের চিনতেও চাই না, তাদের মাকাল জ্ঞান আমার দরকারও নেই। করোনা বিষয়ক যেকোনো পা-িত্য ইনবক্সে পাঠালে সঙ্গে সঙ্গে ব্লক করে দেওয়া হবে। কারও বিপদে আমি কী করেছি না করেছি সে বিষয়ে অতীতে কাউকে কিছুই বলিনি, শুনতেও রাজি নই, কৈফিয়ত দিতেও রাজি নই। কৃতজ্ঞতা জানাই চিকিৎসা পেশায় নিয়োজিত সেই মহান ভাইবোন, বন্ধুদের যারা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন। অভিনন্দন এবং থ্যাংক ইউ জানাই বাংলাদেশ পুলিশের সব সদস্যদের বীরোচিত ভূমিকার জন্য। ভালোবাসা রইলো গণমাধ্যম কর্মীদের জন্য, তাদের নিয়ে একটু ভয়েও আছি। বিশেষ কৃতজ্ঞতা জাতির বোঝা সে সব রাজনৈতিক নেতাদের প্রতি যারা আপাতত তাদের বকাওয়াজ বন্ধ রেখেছেন। সেনাবাহিনীর অগ্রগণ্য ভূমিকার অপেক্ষায়, কারণ সামনে আরও কঠিন দিনের জন্য তারা নিশ্চয়ই প্রস্তুত রয়েছেন বরাবরের মতো। মাফ চাই ফেসবুক উজবুক, চালচোর এবং ক্যামেরাপন্থী সমাজকর্মীদের কাছে। স্যালুট জানাই বিদ্যানন্দের মতো সমাজসেবী নিভৃতচারী কর্মীদের। আসুন এই মহাদুর্যোগে সবাই ঐক্যবদ্ধ থাকি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়