শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ত্রাণ বিতরণে অনিয়ম, হাটহাজারীতে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডেস্ক রিপোর্ট : [২] চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারের বরাদ্দকৃত ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে তাকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে।

[৩] গত ৬ এপ্রিল ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসকের সুপারিশে তাকে বরখাস্ত করা হয়েছে। রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

[৪]এছাড়া আরেকটি নোটিশে ওই চেয়ারম্যানকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পরিপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য বলা হয়েছে।

[৫] জানা গেছে, গত ৪ এপ্রিল ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ এনে চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে ৮জন ইউপি সদস্য (মেম্বার) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনের কাছে অনাস্থা জানিয়ে একটি অভিযোগ প্রদান করে। অভিযোগটি আমলে নিয়ে ইউএনও অভিযোগপত্রটি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন।

[৬] এরপর জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যানের এমন অনিয়মের তদন্ত কাজ পরিচালনার জন্য ইউএনও নির্দেশ প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল দুপুরে ইউএনও ইউনিয়ন পরিষদে তদন্ত কাজ শেষে জেলা প্রশাসক বরাবরে একটি প্রতিবেদন পেশ করেন।

[৭] ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইউএনও রুহুল আমিন বলেন, তদন্ত কাজ পরিচালনা করতে গিয়ে দেখি- ওই ইউপি চেয়ারম্যান ত্রাণ বিতরণে নিয়ম লঙ্ঘন করেছেন। তাছাড়া ত্রাণ বিতরণ করেছেন কী না, তার মাস্টার রোল কপিও উপজেলায় জমা দেননি।

[৮] এদিকে ত্রাণ বিতরণে অনিয়ম ও ত্রাণ দিয়ে কেড়ে নেয়া হয়নি এমনটা দাবি করে ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বলেন, তার ইউনিয়নে একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ইউপি সদস্যদের খেপিয়ে তুলেছে। সরকারি বরাদ্দকৃত টাকার ত্রাণ আমি কেন আত্মসাৎ বা বিতরণে অনিয়ম করতে যাব।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়