শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোনো কিছু না জানিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে, অভিযোগ কুয়েত মৈত্রী হাসপাতালের দুই চিকিৎসকের

লাইজুল ইসলাম : [২] কুয়েত মৈত্রী হাসপাতালের ছয় চিকিৎসককে সাময়িক বরখাস্তের সুপারিশ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক সেহাব উদ্দিন। ওই দিনই সন্ধ্যায় অধিদপ্তর ছয় চিকিৎসক অনিচ্ছা দেখিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছেন।

[৩] যাদের সাময়িক বরখাস্তকৃত চিকিৎসকরা হলেন, ডাক্তার শারমিন হোসেন, জুনিয়র কনসালটেন্ট ও ডা. মো. ফজলুল হক, আবাসিক চিকিৎসক করোনা রোগিদের চিকিৎসা দিতে অপারগতা জানান। এই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৪] ডা. বেলাল হোসেন বলেন, ডা. হীরস্ব চন্দ্র রায়, ডা. ফারহানা হাসানাত, ডা উর্মি পারভিন, ডা. কাওসার উল্লাহ এই চার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। তারা কর্মস্থলে অনুপস্থিত র্ছিলেন। তাই তাদেরকেও আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

[৫] এদের মধ্যে শারমিন হোসেন ফেসবুক লাইভে এসে বলেন, আমাকে না জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নাম পাঠানো হয়েছে। আমি চিকিৎসা দিতে চাইনি এমন কথা আমি কাউকে বলিনি।

[৬] শারমিন হোসেন স্বাস্থ্য অধিদপ্তরে হাজিরা খাতার অনুলিপি নিয়ে পরিচালক প্রশাসনের সঙ্গে দেখা করেছেন।

[৭] এদিকে, শনিবার রাতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তরে টক শোতে নিজেকে নির্দোষ দাবি করেন মুহাম্মদ ফজলুল হক। তিনি নিয়মিত হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন বলে জানান।

[৮] স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. বেলাল হোসেন বলেন, ডা. শারমিন হোসেন দেখা করেছেন। শারমিনকে তাঁর বক্তব্য লিখিতভাবে স্বাস্থ্যসচিবকে দিতে বলেছেন। আদেশ প্রত্যাহার নিয়ে তিনি কিছু বেলননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়