শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে দলবেঁধে জামাতে নামাজ পরতে বারন করায় বসবাড়িতে হামলা, আহত-৫

মাদারীপুর প্রতিনিধি : [২] করোনা পরিস্থিতিতে দলবেঁধে জামাতে নামাজ না পরে, বাড়িতে বসে নামাজ পড়তে বলায় মাদারীপুরের কালকিনিতে স্বপন হাওলাদার (৪৮) নামে এক মুসল্লির বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। তাদের বাঁধা দিলে মহিলাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। রোববার দুপুরে সুরেজমিন ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

[৩] ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার অতিরিক্ত লোকসমাগম করে জামাতে নামাজ না পরে সবাইকে বাড়িতে আলাদা বসে পড়ার নির্দেশ দিয়েছেন। সরকারের এ নির্দেশকে উপেক্ষা করে উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের সাইলু হাওলাদার, শামীম আকন ও আবদুল হাইসহ বেশ কয়েকজনের নেতৃত্বে ওই এলাকার একটি বাড়ির উঠানে লোকসমাগম ঘটিয়ে গত বৃহস্পতিবার মাগরিবের নামাজ জামাতে পড়ার আয়োজন করা হয়।

[৪] এ বিষয়টি দেখে সরকারের নির্দেশ মেনে একই এলাকার স্বপন হাওলাদার তাদের দলবেঁধে জামাতে না পড়ে বাড়িতে আলাদা একা বসে নামাজ পড়ার জন্য পারামর্শ দেন। এতে করে ক্ষিপ্ত হয়ে সাইলু হাওলাদারের নেতৃত্বে শামীম আকন ও আবদুল হাইসহ বেশ কয়েকজন মিলে স্বপন হাওলাদারের বসতঘরে হামলা চালায়। এসময় তাদেরকে বাঁধা দিলে স্বপন হাওলাদার (৪৮), জিহান হাওলাদার (১৫), রিয়াদ হাওলাদার (১২), আরজু বেগম (৩৫) ও শাহিনা বেগমসহ (৪) ৫ জন আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ হামলার ঘটনায় ভুক্তভোগী স্বপন হাওলাদারের ছোট ভাই রিপন হাওলাদার কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

[৫] ভুক্তভোগী স্বপন হাওলাদার বলেন, করোনার মধ্যে আমি সবাইকে সচেতন হওয়ার জন্য দলবেঁধে নামাজ না পরে সবাইকে বাড়িতে বসে একা পড়তে বলায় আমার বাড়ি ঘর ও পরিবারের লোকজনের উপর হামলা চালানো হয়েছে।

[৬] অভিযুক্ত সাইলু হাওলাদার ঘটনা অস্বীকার করে বলেন, আমরা মসজিদে নামাজ পড়তে চাইলে স্বপন হাওলাদারের ভাই রিপন আমাদের গালিগালাজ করেছে। আমরা হামলা করিনি।

[৭] এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, এ হামলার ঘটনায় আমি এখন পর্যন্ত কোন অভিযোগ হাতে পাইনি। তবে পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়