শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সংক্রমণ ছড়ালো ৩০ জেলায়

মাহমুদুল আলম : [২] সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে, ঢাকা বিভাগের ১২টি, চট্টগ্রাম বিভাগে পাঁচটি, ময়মনসিংহ বিভাগের চারটি, সিলেট ও রংপুরের তিনটি করে, বরিশালের দুই এবং খুলনা বিভাগের একটি জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

[৩] তথ্যমতে ঢাকা বিভাগে ১২টি জেলার মধ্যে ঢাকা জেলায় ১৯ জন, গাজীপুরে ১২ জন, কিশোরগঞ্জে ১০ জন, মাদারীপুরে ১৩ জন, মানিকগঞ্জে পাঁচজন, নারায়ণগঞ্জে ৮৩ জন, ১১ জন, নরসিংদীতে চারজন, রাজবাড়ীতে ছয়জন, টাঙ্গাইলে দুইজন, শরীয়তপুরে একজন ও গোপালগঞ্জে দুইজন কোভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

[৪] চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় আট জন, কক্সবাজারে একজন, কুমিল্লায় আটজন, ব্রাহ্মণবাড়িয়ায় চারজন ও চাঁদপুরে চারজন রোগী শনাক্ত হয়েছেন।

[৫] সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় একজন করে শনাক্ত রোগী পাওয়া গেছে।

[৬] রংপুর বিভাগের রংপুর ও নীলফামারী জেলায় দুইজন করে এবং গাইবান্ধায় পাঁচজন আক্রান্ত হয়েছেন।

[৭] এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় পাঁচজন, জামালপুরে তিনজন, শেরপুরে দুইজন ও নেত্রকোনায় একজন রোগী শনাক্ত হয়েছেন।

[৮] এছাড়া বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালী জেলায় একজন করে রোগী শনাক্ত হয়েছেন।

[৯] সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে, এছাড়া খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায়ও একজন রোগী শনাক্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়