শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[৩] বাঘারপাড়ায় এবার ভূট্টা চাষের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আবাদ হয়েছে

আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধি : [২] স্বল্প খরচ এবং কম সময়ে ভূট্টা চাষ লাভজনক হওয়ায় এবার বাঘারপাড়ায় ভূট্টা চাষে আগ্রহী হয়েছে কৃষকরা।

[৪] উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর প্রায় ৫০ হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়েছে। এবারে ভূট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রতি ইউনিয়নে ৫ হেক্টর হিসেবে সর্বমোট ৪৫ হেক্টর জমিতে।

[৫] নয়টি ইউনিয়নের মধ্যে দোহাকুলায় ৫ হেক্টর , বাসুড়িয়ায় ৬ হেক্টর , জামদিয়ায় ৫ হেক্টর , ধলগ্রামে ৫ হেক্টর , নারিকেলবাড়িয়ায় ৬ হেক্টর , রায়পুরে ৬ হেক্টর , বন্দবিলায় ৫ হেক্টর , জোহরপুরে ৬ হেক্টর এবং দরাজহাটে ৬ হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়েছে।

[৬] এ উপজেলায় প্রতিবছরই ভূট্টা চাষের পরিমান বাড়ছে। একই সাথে বাড়ছে উৎপাদনের লক্ষ্য মাত্রা। চাষীরা এবার বেশী ফলনের আশা করছেন।কৃষরা জানান,পরিমিত সেচ এবং সার প্রয়োগ করতে পারলে প্রতি বিঘায় ৩৫ থেকে ৪০ মন ভূট্টার ফলন হয়ে থাকে।

[৭]উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন ,মাত্র ৩-৪ মাসের মধ্যে ফসল পাওয়ার কারণে কৃষকরা ভূট্টা চাষে আগ্রহ বাড়িয়েছেন। তিনি এবার আবহাওয়া অণুকুলে থাকলে অতিরিক্ত ফলনের আশা করছেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়