শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বকেয়া বেতন পরিশোধের দাবিতে লকডাউন ভেঙে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শিমুল মাহমুদ ও মিলটন খন্দকার: [২] রোববার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার সাভার, আশুলিয়ায়, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিক্ষোভ করে শ্রমিকেরা। তারা জানান, বাসা ভাড়া, দোকান বাকি, ঘরে খাবার শেষ। এমন পরিস্থিতিতে চলতে খুব কষ্ট হচ্ছে। বেতন না পেলে অনাহারে থাকতে হবে।

[৩] শ্রমিকেরা আরো বলেন, গত ২৪ মার্চ প্রথমবার কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ৫ এপ্রিল আবারও চালু হওয়ার পর দুপুরে বন্ধ করে দেওয়া হয়। সেসময় ১২ এপ্রিল বেতন পরিশোধ করা হবে, জানায় কারখানা কর্তৃপক্ষ।

সাভারে বেতনের দাবিতে পোশাক কারখানায় বিক্ষোভ
[৪] রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মার্স ডিজাইন লিমিটেড, ওয়ান ওয়াল্ড ডেনিম ওয়াশিং লিমিটেড, পাইওনিয়ার গামের্ন্টস লিমিটেড, গোল্ডেন স্ট্রিচ লিমিটেড, ত্বো-হা টেক্সটাইল, আদিত্ত অ্যাপারেলস, রাকিব অ্যাপারেলস, সুরাইয়া ফ্যাশন ও খান মেনসন কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখায়।

[৫] গামের্ন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, বকেয়া বেতন-ভাতার জন্য সাভার আশুলিয়ায় ৯টি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। তবে তাদের বকেয়া পাওনাদির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বিক্ষোভ
[৬] মার্চ মাসের বেতনের জন্য সকালে থেকেই ৩ শতাধিক শ্রমিক কারখানার সামনে জড়ো হন। এ সময় কারখানার দরজায় ২৬ এপ্রিল পর্যন্ত কারাখানা বন্ধ নোটিশ দেখতে পান তারা। বেতন দেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ নেই।

[৭] গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, মালিকপক্ষের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সরকার আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে। তাই তাদের ধৈর্য ধরতে বলা হয়েছে। যদি এর মধ্যে বেতন না দেয় তাহলে আলোচনা করে সমস্যা সমাধান করার আশ্বাস দেওয়া হয়।

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
[৮] সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড ও ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেন ইস্ট ওয়েস্ট গ্রুপ ও নিউওয়ে ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার পর মালিকপক্ষ ১৬ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দিলে তারা মহাসড়ক অবরোধ তুলে নেন।

[৯] নিউওয়ে ফ্যাশন লিমিটেডের নিটিং অপারেটর শাহিনা বেগম বলেন, দুই মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘুরাচ্ছে। এখন আমাদের ঘরে খাবার নেই। এর মধ্যে গাজীপুর লকডাউন করা হয়েছে। এখন আমাদের না খেয়ে মরার উপক্রম হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়