শিরোনাম

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী সপ্তাহ বিদেশে কার্গো পরিবহন শুরু করবে ইউএস-বাংলা

লাইজুল ইসলাম : [২] করোনা পরিস্থিতিতে আমদানি-রপ্তানি সচল রাখার জন্য এই এয়ারলাইন্সকে কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সিভিল এভিয়েশন।
[৩] চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিভিন্ন দেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোভস, মাস্কসহ বিভিন্ন পণ্য আমদানী করা হবে।
[৪] রপ্তানি করা হবে জরুরী রপ্তানী পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য ও শাক-সবজি।
[৫] প্রতিটি এয়ারক্রাফটের কার্গো কম্পাইন্ডে প্রায় ২০ টন কার্গো পরিবহন করা যাবে।
[৬] বাংলাদেশের সঙ্গে যে সব দেশের কার্গো পরিবহনের দ্বিপাক্ষিক চুক্তি আছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স সেসব দেশে কার্গো পরিবহন করতে পারবে। প্রাথমিকভাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে কার্গো পরিবহনের পরিকল্পনা করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থাটি।
[৭] করোনার দুর্যোগ শুরুর পর দেশে একটি মাত্র ফ্লাইট সচল রয়েছে। ইউএস বাংলার এই যাত্রীবাহী ফ্লাইটটি ঢাকা থেকে চীনের গুয়াংজু শহরে চলাচল করছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব, রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়