শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে লস এঞ্জেলসের আদালতে অভিযোগ গঠন

ইমরুল শাহেদ : [২] #মি টু আন্দোলনের জেরে হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে শুক্রবার লস এঞ্জেলসের আদালতে তৃতীয় মামলাটির অভিযোগ গঠিত হয়ে।ে আইনজীবী জানিয়েছেন, তাকে নিউইয়র্ক থেকে লস এঞ্জেলসে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি ধর্ষণ মামলায় নিউইয়র্কের কারাগারে আছেন। ইয়ন, রয়টার্স

[৩] হলিউডের এক সময়ের ম্যুভি মোগল হিসেবে পরিচিত হার্ভে ওয়েনস্টেইনের করোনা পজেটিভ পরীক্ষা করা হয়। কিন্তু তিনি পুরোপুরি সুস্থ আছেন। লস এঞ্জেলসে ৬৮ বছর বয়স্ক ওয়েনস্টেইনের বিরুদ্ধে এক নারীর ওপর বল প্রয়োগে এবং তাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ২০১৩ সালের ফেব্রæয়ারি মাসে এ ধরনের আরো একটি ঘটনা নিয়ে মামলা হয়েছে। তবে বর্তমান ঘটনাটি ঘটেছে ২০১০ সালের মে মাসে। লস এঞ্জেলসের কাউন্টি ডিস্ট্রিক্ট এ্যাটর্নির দপ্তর থেকে বলা হয়েছে, এই মামলাটিতে তার বিরুদ্ধে পাঁচ ধরনের অপরাধের অভিযোগ গঠন হয়েছে।

[৪] ওয়েবস্টেইনের মুখপাত্র জুডা এঞ্জেলমেয়ার আইনজীবীর সঙ্গে কথা না বলে কোনো মন্তব্য করতে চাননি। সংবাদকর্মীরাও ওয়েনস্টেইনের এ্যাটর্নিদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

[৫] প্রায় ১০০ নারী বিগত দশকগুলোতে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা নিয়ে ওয়েবস্টেইনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন। তিনি এসব অভিযোগ করে বলেছেন, সব যৌতনাই হয়েছে পারস্পরিক সম্মতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়