শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের প্রণোদনা থেকে পোশাক শ্রমিকদের এপ্রিলের বেতন দিতে খোলা হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, জানিয়েছে বিজিএমইএ

শরীফ শাওন : [২] ব্যাংক হিসেবের পর মোবাইল ব্যাংকিংয়ের বিকাশের মাধ্যমেই অধিকাংশ শ্রমিকদের বেতন পরিশোধ করেন কারখানা মালিকরা।

[৩] বিজিএমইএ জানায়, প্রনোদনার টাকা পেতে ৪ এপ্রিল থেকে নতুন করে ৩ লাখ ৬০ হাজার শ্রমিকের বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়। ৪ এপ্রিল থেকে শ্রমিকদের বেতন প্রদানে খোলা হয় রকেট অ্যাকাউন্ট। এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অ্যাকাউন্ট খোলা হয়। ৬ এপ্রিল থেকে নগদ অ্যাকাউন্ট খোলা হয়। এ পর্যন্ত ৮৫ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে।

[৪] সরকারের দেয়া শ্রমিকদের বেতনের ৫ হাজার কোটি টাকার তহবিলের নিতিমালায় বলা হয়, যেসকল কারখানা নিয়মিত বেতন ভাতা পরিশোধ করেছেন, কেবল তারাই তহবিলের অর্থ পাবেন।

[৫] পোশাক শ্রমিকদের জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব খুলতে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এফএফএস প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহিদের সার্কুলারে বলা হয়, অ্যাকাউন্ট খোলার জন্য মালিক-শ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকতে হবে।

[৬] শ্রমিকদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন নিশ্চিত করতে সরকার থেকে পোশাক খাতে এ প্রনোদনা দেয়া হয়। প্রণোদনার অর্থ ২ শতাংশ সার্ভিস চার্যসহ ফেরতযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়