শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত পশ্চিমের কয়েকটি দেশ লকডাউন তুলে স্বাভাবিক জীবনযাত্রা ফেরার পথে

মাজহারুল ইসলাম : [২] বলা হচ্ছে কীভাবে এ ভাইরাসের সঙ্গে লড়তে হয়, তা ইউরোপের ওই দেশগুলোর কাছে থেকে শেখার আছে। চেক প্রজাতন্ত্রের বাসিন্দা অ্যাথলেট ইরিনা গিলারোভার কাছে লকডাউন উত্তর দিন এক বিরাট পাওয়া। ইরিনার কাছে লকডাউন থেকে মুক্ত হওয়ার অর্থ হলো, প্রাগ শহরের জুলিসকা স্টেডিয়ামে গিয়ে আবার প্রশিক্ষণ শুরু করা। গত শুক্রবার সংবাদ মাধ্যমকে তিনি তাঁর আনন্দের কথা বলেছেন। তিনি বলেন, সত্যি বলছি, দারুণ ব্যাপার। দুই সপ্তাহ ঘরে ছিলাম। এরর গুরুত্বটা এ সময় আরও বেশি করে বুঝেছি। সিএনএন

[৩] ইরিনা মনে করেন, লকডাউনের কড়াকড়ি খুবই বাস্তবসম্মত। এখন চাইলেই সবাই স্টেডিয়ামে যেতে পারবেন না। এর জন্য নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়েছে। এতেই খুশি ইরিনা। তাঁর কথা, আমি এখন নিজেকে শতভাগ নিরাপদ মনে করছি। বিশ্বের কোটি কোটি মানুষ এখন ইরিনার মতো তেমন দিনের প্রত্যাশা করছেন। কিন্তু চাইলেই তো সবাই তা পারছেন না। কঠোর নিয়ম মেনেই তিনি আজকের এ সুখের দিনে। অক্সফোর্ড বিজনেস স্কুলের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ পিটার ড্রোব্যাক বলেন, যেসব দেশ এখন লকডাউন তুলে দিচ্ছে, তারা 'খুবই তাৎপর্যপূর্ণ ও আশাবাদী হওয়ার উদাহরণ' তৈরি করলো। আর পশ্চিমের অন্যান্য দেশ, তাদের থেকে শিক্ষা নেয়া দরকার। প্রথমআলো

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স ক্লজ এ সপ্তাহেই সাবধানবাণী উচ্চারন করে বলেছেন, ইউরোপের অবস্থা এখনও উদ্বেগজনক। আর এখন লকডাউন শিথিল করার উপযুক্ত সময় নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তার উদ্বেগ অমূলক নয়। কারণ, বিশ্বের করোনা সবেচেয়ে বেশি আক্রান্ত ১০টি দেশের মধ্যে ৭টিই ইউারোপে। মেডিকেল জার্নাল ‘ল্যানসেট’ এর এক গবেষণায় বলা হয়েছে, কোনও ভ্যাকসিন আবিষ্কারের আগে লকডাউন পুরো তুলে দেয়াটা উচিত হবে না। তবে অক্সফোর্ড বিজনেস স্কুলের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ পিটার ড্রোব্যাক বলছেন, যেসব দেশ তাদের লকডাউনের কড়াকড়ি এখন উঠিয়ে নিচ্ছে সেগুলো হলো সেসব দেশ, যারা সবচেয়ে আগে এটা বাস্তবায়ন করেছিলো। প্রথমআলো

[৫] আবার এসব দেশের মৃত্যুর হারও অন্য দেশের চেয়ে কম। সামাাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে এসব দেশ উদাহরণ তৈরি করেছে। আবার এসব দেশে করোনার টেস্ট হয়েছে ব্যাপক হারে। তারা এখন ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করছে। আর এ জন্য সমন্বিত পরিকল্পনাও করেছে যথার্থভাবে। তারা এমনভাবে পরিকল্পনা সাজিয়েছে, যাতে নতুন করে এ রোগ ফিরে এলে তারা আবার কঠোর লকডাউনে ফিরতে পারে। ওই দেশগুলো ৩টি বিষয় মেনে চলেছে। যা অন্য দেশগুলোর জন্য শিক্ষণীয়। প্রথমত, দেখার বিষয় হলো, করোনায় আক্রান্তের হার নিম্নমুখী হচ্ছে কি না। দ্বিতীয় বিষয় হলো, এসব দেশের জরুরি পরিষেবা ঠিকঠাক রাখা। আর তৃতীয় বিষয়, টেস্ট করার ব্যাপক আয়োজন রাখা। এসবরে সম্মিলন ঘটেছে ওইদেশগুলোতে। আর কিছু কিছু নিষেধাজ্ঞা তারা এখনো বজায় রেখেছে। ডেনমার্কে সংক্রমণের নিম্নগতি চলতে থাকলে ১৫ এপ্রিল স্কুল খুলবে। কিন্তু আগামী ১০ মে পর্যন্ত দেশটিতে ১০ জনের বেশি মানুষের সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী মিট্টে ফ্রেডারিকসন ঘোষণা দিয়েছেন, আগস্ট মাস পর্যন্ত সব ধরনের উৎসব ও সমাবেশ বন্ধ। বন্ধ থাকবে দেশটির সীমান্তও। ৫৮ লাখ মানুষের এ দেশটি ইউরোপের প্রথম দেশ। যারা প্রথম সীমান্ত বন্ধ করে দিয়েছিলো ১৩ মার্চ। ফ্রেডারিকসন বলেছেন, আমাদের অবস্থা ইতালি বা যুক্তরাষ্ট্রের মতো হয়নি, কারণ আমরা প্রথম থেকেই কঠোর ছিলাম। প্রথমআলো

[৬] ডেনামার্কের মতো কঠোর ছিলো চেক প্রজাতন্ত্রও। ১২ মার্চ সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। ১ কোটি ৭০ লাখ মানুষের দেশটির জনগণকে ১৯ মার্চ থেকে বাড়ি হতে বের হলে মাস্ক পরার নির্দেশ দেয়া হয়। চেক প্রজাতন্ত্রের পাশের অস্ট্রিয়ার টাইরল প্রদেশের আইস হকির স্টেডিয়াম থেকে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়েছিলো বলে মনে করা হয়। এখানেও সামাজিক দূরত্ব কঠোরভাবে প্রয়োগ করা হয়। দেশটির এখনই সবকিছু খুলছে না। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কার্জ বলেছেন, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সীমিত মাত্রায় কিছু দোকানপাট খুলে দেয়া হলে, মে মাস থেকে আরও বেশি করে খোলা হবে। নতুন করে করোনার ফিরে আসার বিষয়ে সিঙ্গাপুরের উদাহরণ দেশবাসীকে শুনিয়েছেন সিবাস্টিয়ান। তিনি ধাপে ধাপে সবকিছু খুলে দেয়ার পক্ষে। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি নন, এমন ১৫’শ মানুষের করোনা টেস্ট হয়। তাতে আক্রান্ত ছিলো ১ শতাংশের নিচে। প্রথমআলো

[৭] ২০ এপ্রিল থেকে কিন্ডারগার্টেন খুলে দেবে নরওয়ে। প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এ ঘোষণা দিয়েছেন। এরপর খোলা হবেস্কুলগুলো। সোলবার্গ বলেন, গ্রীষ্মের আগেই সব ছেলেমেয়ে স্কুলে ফিরবে। এমনটাই আমাদের প্রত্যাশা। নরওয়ে সরকার বলছে, করোনা নিয়ে ‘সতর্ক আশাবাদ’ সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় সেখানে নতুন আক্রান্তের সংখ্যা বেশ কমছে। নরওয়ের ইনস্টিটিউট অব পাবলিক হেলথের দেয়া তথ্য অনুুযায়ী, করোনা শনাক্ত হয়েছে ৬ হাাজার ২৪৪ জন, আর মৃত্যু হয়েছে ৯২ জনের। সতর্ক আশাবাদ দেখা যাচ্ছে জার্মানিতেও। চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল লকডাউনের কড়াকড়ি মেনে চলতে পিছপা না হওয়ার জন্য দেশবাসীর কাছে অনুরোধ করেছেন। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়