শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লকডাউন ঠাকুরগাঁও জেলা,আক্রান্ত তিন

সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও।[২]জেলায় একই দি‌নে তিনজন ক‌রোনা ভাইরা‌স শনা‌ক্তের পরই ঠাকুরগাঁও জেলা প্রশাস‌কের এক বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয় আজ শ‌নিবার রাত ৯টা থে‌কে পু‌রো জেলা‌কে লকডাউন(অবরুদ্ধ) ঘোষণা করা হ‌য়ে‌ছে।

[৩]রা‌তে ডেপুটি কমিশনার (ডিসি) ড.কে এম কামরুজ্জামান সে‌লিম বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪]বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্যগণের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সংক্রাকে রোগ (‌প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন)২০১৮‌মোতা‌বেক ঠাকুরগাঁও জেলা‌কে অবরুদ্ধ (লকডাউন )ঘোষণা করা হ‌য়ে‌ছে।

[৫]বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ ঠাকুরগাঁও জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না।

[৬]জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

[৭]বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।ই‌তোপূ‌র্বে সকল জা‌রিকৃত আ‌দেশ বলবৎ থাক‌বে।

[৮]জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। উ‌ল্লেখ‌্য (১১এ‌প্রিল)শ‌নিবার জেলায় এই প্রথম তিনজ‌নের শরী‌রে কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

[৯]ওই‌দিন বিকা‌লে জেলা সি‌ভিল সার্জন ডা.মাহফুজার রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। শনাক্ত হওয়ার প‌রে আক্রান্ত‌দের বা‌ড়ি লকডাউন ঘোষনা ক‌রে‌ছেন স্থানীয় প্রশাসন। অপর দি‌কে আক্রান্ত‌দের ক‌রোনা আই‌শো‌লেশন ইউ‌নি‌টে ভ‌র্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়