শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিনোদন,দূরত্ব নিশ্চিত,খাদ্য সরবরাহ,নিরাপত্তা প্রদানে ব্যস্ত সিএমপি

মোঃ রাজু আহমেদ ,চট্টগ্রাম অফিস: [২] করোনা দুর্যোগে নাগরিকদের সুবিধার্থে নগর পুলিশ নানা কার্যকম চালিয়ে যাচ্ছে নগরীতে। গান গেয়ে বিনোদন দেয়া,নিরাপত্তার ব্যবস্হা করা,সামাজিক দূরত্ব নিশ্চিত করা,খাদ্য সহায়তা দেয়াসহ বিভিন্ন কাজই করছে নগর পুলিশ। গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। এ ছুটি আগামি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সাধারণ ছুটির শুরু থেকেই নগর পুলিশ মাঠে রয়েছে। ছুটিতে চুরি,ডাকাতিসহ অপরাধ প্রবণতারোধে কাজ করছে পুলিশ। টহল টিম আবাসিক,বাণিজ্যিক এলাকায় টহল দিচ্ছে। ফলে অপরাধ প্রবণতা অনেকটা কমেছে।

[৩] খাদ্য সহায়তাও দিচ্ছে পুলিশ। অসহায় মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিচ্ছে পুলিশের টিম। ষোল থানায় এ ধরণের কার্যক্রম চলছে। গরীব অসহায় কেউ ফোন করলে নিমিষেই খাদ্য পৌঁছে যাচ্ছে বাসায়। আবার বাজার সওদাও পৌছে দিচ্ছে পুলিশ। কেউ বাড়ি থেকে বের না হওয়ার জন্য কোন বাসা থেকে ফোন করে কোন পণ্যের প্রয়োজনীয়তার কথা জানালে পৌঁছে দেয়া হচ্ছে।

[৪] কোন কেউ অসুস্হ হয়ে পড়লে হাসপাতালে নেয়ারও ব্যবস্হা করছে পুলিশ। গত ১২ দিনে ১০ থেকে ১৫ জনকে হাসপাতালে পৌঁছে দিয়েছে পুলিশ। এক রোগিকে হাসপাতালে ভর্তি না করানোর অভযোগ উঠলে পুলিশ গিয়ে ভর্তির ব্যবস্হা করে।

[৫] গত বৃহস্পতিবার থেকে গান গেয়ে বিনোদনের ব্যবস্হাও করেছে পুলিশ। কোতোয়ালী ও ডবলমুরিং থানা এলাকায় পুলিশ রাস্তায় গান গেয়ে বিনোদন দিয়েছে বাসায় থাকা লোকজনকে। করোনাকে নিয়ে পুলিশের এক এসআই গানটি রচনা করেছেন। গানটি গেয়েছেনও পুলিশ সদস্যরা। গান শুনে বিনদোদন পেয়েছেন নগরবাসী।

[৬] পুলিশ কমিশনার মো, মাহবুবর রহমান বলেন,মানুষ মানুষের জন্য। পুলিশওতো মানুষ। মানুষের বিপদের দিনে আমরাতো বসে থাকতে পারি না। আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। পুলিশ সুখে দুঃখে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের অনুরোধ কেউ যেন ঘর থেকে বের না হন। যা প্রয়োজন আমরাই করে দেব।

[৭] নগরীতে প্রবেশ ও বের হওয়ারোধে কঠোর অবস্হানে পুলিশ। নগরীর ৫ প্রবেশমুখে দিনরাত অবস্হান করছে পুলিশের টিম। নগরীতেও রয়েছে চেকপোস্ট। কেউ অপ্রয়োজনে বের হলে ফের ঘরে পাঠিয়ে দিচ্ছে। কোন গাড়ি বের হলে সঙ্গত কারণ দেখাতে পারলে উল্টো ফেরত পাঠিয়ে দিচ্ছে পুলিশ। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছে পুলিশ।

[৮] সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিলেও তা অনেকে মানছেন না। তা মানাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। নগরীর অলিগলিতে পুলিশ আড্ডা বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বাধ্য করছে। খোলা থাকা দোকানগুলোও বন্ধ করে দিচ্ছে।

[৯] কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান,আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি। যা যা প্রয়োজন সব আমরা করছি,কাউকে বের না হওয়ার অনুরোধ করছি। কারো বাজার শেষ হলেও আমরা বাজার বাসায় পৌঁছে দিচ্ছি। আমরা জনগণের সেবা করতে সবসময় প্রস্তুত।

[১০] শনিবার দেখা যায়,পুলিশ সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে অভিযান চালিয়েছে বিভিন্ন এলাকায়। অভিযানের কারণে অনেক এলাকায় জনশুন্য থাকে। কেউ ঘর থেকে বের হতে চায় না ভয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়