শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবিক কারণে ইসরায়েলকে চিকিৎসা সামগ্রী দিচ্ছে তুরস্ক

ডেস্ক রিপোর্ট : [২] পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও মানবিক কারণে ইসরায়েলকে চিকিৎসা সামগ্রী দিতে যাচ্ছে তুরস্ক। এ জন্য ইসরায়েলের প্রতিও বিশেষ দাবিও জানিয়েছে তুরস্ক। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, তুরস্কের এক কর্মকর্তা গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩]ইসরায়েল সরকারের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী চেয়ে আবেদন করা হলে তুর্কি সরকার তা অনুমোদন করে। গাজা উপত্যকায় যখন ইসরায়েলি জবর-দখল অব্যাহত রয়েছে তখন এ বিষয়টি দুই দেশের পারস্পরিক সম্পর্কের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে থাকল।

[৪]করোনাভাইরাস সংক্রমণে ইসরায়েলকে দেওয়া চিকিৎসাসামগ্রী সামগ্রীর মধ্যে রয়েছে, ফেস মাস্ক, সুরক্ষা পোশাক ও জীবাণুমুক্ত গ্লোভস। তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ রুখতে ফিলিস্তিনকেও চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করবে তুরস্ক। ইসরায়েল যাতে এসব সামগ্রী ফিলিস্তিনে বিশেষ করে তাদের অধিকৃত পশ্চিম উপকূল ও গাজায় পৌঁছাতে না বাধা দেয় তা বলা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘ইসরায়েলকে কোনো পূর্বশর্ত দেওয়া হয়নি, তাদের কাছে এটা প্রত্যাশা করা হয়েছে।’ গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে করোনা সংক্রমণ ঠেকাতে সহায়তার আশ্বাস দিয়েছিলেন।

সূত্র- যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়