শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পৃথিবীর জনসংখ্যার ৫ শতাংশ যুক্তরাষ্ট্রের বাসিন্দা কিন্তু করোনা রোগীর ৩০ শতাংশই দেশটিতে

আসিফুজ্জামান পৃথিল : [২] পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটির কিছু বেশি। এরমধ্যে ১৫ শতাংশের বেশি ভূখণ্ড দখল করে রাখা যুক্তরাষ্ট্রে বাস করেন ৫ শতাংশেরও কম মানুষ।

[৩] বিশ্বে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৭ লাখের সামান্য বেশি। এই রোগীদের মধ্যে ৫ লাখেরও বেশি যুক্তরাষ্ট্রের বাসিন্দা।

[৪] সারা বিশ্বে প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। আর যুক্তরাষ্ট্রে প্রতি মিলিয়নে আক্রান্ত ১ হাজার ৫২০। এক্ষত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে স্পেন, ইতালি ও ফ্রান্স।

[৫] প্রতি দশ লাখ মানুষের মধ্যে বিশ্বজুড়ে মারা গেছেন ১৩.৩ জন। যুক্তরাষ্ট্রে ৫৭ জন। তবে প্রতি ১০ লাখে সর্বোচ্চ ৩৫০ জন মারা গেছেন স্পেনে।

[৬] যুক্তরাষ্ট্র পরীক্ষাও করেছে সারা বিশ্বে সবচেয়ে বেশি। দেশটিতে ২৫ লাখ ৩৮ হাজার ৮৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জার্মানিতে পরীক্ষা হয়েছে ১৩ লাখ ১৭ হাজার ৮৮৭ জনের।

[৭] প্রতি ১০ লাখে যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৬৭০ জনের। তবে এই ক্ষেত্রে ঢেঢ় এগিয়ে ইতালি ও জার্মানি। জার্মানিতে প্রতি ১০ লাখে ১৫ হাজার ৭৩০ জন ও ইতালিতে ১৪ হাজার ৯৯৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়