শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও করোনা পরীক্ষার নমুনা জমা দেয়া যাবে

রাজু চৌধুরী, চট্টগ্রাম: [২] ফৌজদারহাট বিআইটিআইডিতে না গিয়েও এখন করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া যাবে স্থানীয় জেনারেল হাসপাতালেও।

[৩] আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার থেকে এই নমুনা সংগ্রহ শুরু হয়েছে বলে জানা যায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে।

[৪] নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠাবে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তাই কারো শরীরে করোনার উপসর্গ দেখা দিলে এখন থেকে শহরের অভ্যন্তরে জেনারেল হাসপাতালে গিয়েও নমুনা দেয়া যাবে।

[৫] শহর থেকে দূরবর্তী ফৌজদারহাটের বিআইটিআইডিতে না গেলেও চলবে। নমুনা সংগ্রহের পাশাপাশি করোনা সংক্রান্ত হেল্প লাইনও চালু হয়েছে জেনারেল হাসপাতালে।

[৬] মেডিসিন বিভাগের একজন সিনিয়র কনসালটেন্ট ও একজন কনসালটেন্ট মোবাইল ফোনে এ সংক্রান্ত তথ্য ও পরামর্শ সেবা দিবেন। কারো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে কিংবা করোনা পরীক্ষা করাতে চাইলে প্রদত্ত হেল্প লাইনে ফোন করে সহজেই করনীয় সম্পর্কে জেনে নিতে পারবেন।

[৭] হেল্প লাইন- ডা. আব্দুর রব, সিনিয়র কনসালটেন্ট -মেডিসিন ০১৭১৪-০৮০৫৯৩ / ডা. হামিদুল্লাহ মেহেদী, কনসালটেন্ট -মেডিসিন ০১৯১১-৫৯৫৯১১ ।

[৮] বিআইটিআইডির পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজেও করোনা পরীক্ষার প্রস্তুতি নেয়া হচ্ছে। বর্তমানে ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ নাগাদ চমেকেও করোনা পরীক্ষা কার্যক্রম চালু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে চমেক প্রশাসন।
সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়