শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি: [২] ঢাকার ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে গাছ ফেল অবরোধ করে বিক্ষোভ করেছে সরকার ষ্টিল মিলের শ্রমিকরা।

[৩] শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ করে শ্রমিকরা।

[৪] শ্রমিকরা জানান, গত ৪ মাস শেষ হতে চললেও এখনো তাদের বকেয়া বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। তাদেরকে বারবার তাগাদা দিলেও তারা বেতন না দিয়ে তালবাহানা শুরু করে। পরে চলতি মাসের ২৬ তারিখে বেতন পরিশোধ করার কথা বললে কারখানার শ্রমিকরা সড়কে গাছ ফেলে অবরোধ করেন।

[৫] বাংলাদেশের সকল কারখানা যেখানে সকল শ্রমিকদের বর্তমান মার্চ মাসের বেতন পরিশোধ করে কারখানা ছুটি দিয়েছে নেখানে গত ৪ মাসের বেতন বাকি রয়েছে। বাকি রয়েছে বোনাসের টাকাও। শ্রমিকরা বলেন, আমরা অসহায় শ্রমিক, কিভাবে আমাদের সংসার চলবে। বাড়ি ভাড়া দিতে হয়।এতোদিন বাড়ি ভাড়া দিতে পারি নাই। কারখানা কর্তৃপক্ষ আমাদের মতো দিনমজুরদের কথা চিন্তাই করে না। আজকে বেতন দেওয়ার কথা অথচ না দিয়ে কিছু শ্রমিককে কিছু খাদ্যসমাগ্রী দিয়ে বিদায় করে দেয়।

[৬] এ ব্যাপারে ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) মিজান জানান, আজই তাদের বেতন পরিশোধ করার কথা ছিলো। তবে কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা সড়কে নেমে আসে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন চলতি মাসের ২৬ তারিখে পরিশোধ করবেন বলে জানিয়েছে। পরে শ্রমিকদেরকে এবিষয়ে আশ্বস্ত করলে তারা সড়ক ছেড়ে দেয়। সম্পাদনা: আস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়