শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে ৮০০ রোগীর চিকিৎসাসেবা প্রদান

শাহীন খন্দকার : [২] শনিবার করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ৩১০ রোগীর করোনা টেস্ট সম্পন্ন করেছেন শনিবার ফিভার ক্লিনিকে ১৩২ জন রোগীর সেবা প্রদান, করোনা ল্যাবে ৬৯ জনের করোনা শনাক্তকরণ টেস্ট হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কতৃপক্ষ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে।

[৩] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশে বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে ১১ এপ্রিল পর্যন্ত প্রায় ৮ শত (৭৭৯) জন রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এরমধ্যে শনিবার ৮ জন শিশুসহ ১৩২ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

[৪] গত মাসের (মার্চ) ২১ তারিখে এই ফিভার ক্লিনিক চালু করা হয়। অন্যদিগে গত ১ এপ্রিল ২০২০ইং তারিখে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে আজকের ৬৯ জনসহ এ পর্যন্ত ৩১০ জন রোগীর স্যাম্পল সংগ্রহ করে। উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া নির্দেশনায় বর্তমান প্রশাসনের সার্বিক সহায়তায় রোগীদের সুবিধিার্থে ইতোমধ্যে চালু করা হেল্প লাইন, জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

[৫] বিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথ লাইন” সেবাও অব্যাহত রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগেও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের “বিশেষজ্ঞ হেলথ লাইন” এর অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে চোখ রাখুন একাত্তর টিভিতে বিকেল ৩টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৯টায় চোখ রাখুন আর টিভিতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গত ৫ এপ্রিল টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র “বিশেষজ্ঞ হেলথ লাইন” এর এই সময় উপযোগী সেবা কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন।

[৬] এদিগে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক ১৩২ জন রোগী শনিবার পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়