শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজ নির্বাচনী এলাকায় দিনরাত কাজ করছেন খালিদ মাহমুদ চৌধুরী, বললেন আমার নাম্বারই ‘হট লাইন নাম্বার’

সুজিৎ নন্দী :  [২] দিনাজপুর-২ (বেচাগঞ্জ ও বিরল) সংসদীয় আসনে শ্রমজীবী কর্মহীন ও দুস্থ প্রায় ২০ হাজার পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া অব্যাহত রেখেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুধু নির্বাচনী এলাকায় নয়, পুরো দিনাজপুরে এরই মধ্যে লক্ষাধিক পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দেয়া অব্যাহত রেখেছেন। জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে কাজ করছেন।

[৩] বেচাগঞ্জ ও বিরল এলাকায় সর্বপ্রথম তিনি চাল, ডাল, আলু, লবন, সাবান, তেলসহ খাদ্য সামগ্রী এবং করোনা প্রতিরোধে সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেন। ইতোমধ্যে দুটি উপজেলায় কোয়ারেনটাইন সেন্টার তৈরি করা হয়েছে। গতকাল ও আজ ঢাকা থেকে আসা প্রায় ১০জনকে ১৪দিনের জন্য সেন্টারে রাখা হয়েছে। পাশাপাশি ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

[৪] নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু আমার নির্বাচনী এলাকা নয়, পুরো দিনাজপুরে আমরা কাজ করছি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং দলীয় নেতাদের সমন্বয়ে কাজ করা হচ্ছে। প্রশাসন ও নেতাকর্মীদের ফোন নাম্বার এবং আমার ফোন নাম্বার ‘হট লাইন নাম্বার’ হিসেবে দেয়া হয়েছে। বিভিন্ন মসজিদে সাবান ও বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের রাস্তার মোড়ে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

[৫] নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, আমরা যে কোন গুজবকে বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছি। গতকাল সৈয়দপুরে ত্রাণ বিতরণে অনিয়ম শোনার পরে আমরা তদন্ত করেছি। তবে আইন অমান্যকারীদের মধ্যে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে।

[৬] পানিবাহী গাড়ি দিয়ে শহরের ও উপজেলার বিভিন্ন রাস্তার জীবানুনাশক দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যারা সরাসরি খাদ্য সামগ্রী সাহায্য নিতে সামাজিকভাবে লজ্জা পান এমন কিছু সংখ্যক মানুষকেও মন্ত্রী আর্থিক সাহায্য নিচ্ছেন। শহরের বিভিন্ন রিক্সা স্ট্যান্ড ও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এবং ইউনিয়নের খেটে খাওয়া মানুষদের মাঝে মন্ত্রীর ত্রাণ পৌছে দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়