শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে হচ্ছে সাড়ে ৪ হাজার বেডের নতুন ৩ টি করোনা আইসোলেশন সেন্টার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] সরকার নতুন আরো ৩ টি প্রতিষ্ঠানকে করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে সুসজ্জিত করার উদ্যোগ নিয়েছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার বেড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কনভেনশন সেন্টারে ১ হাজার ৩০০ বেড ও উত্তরার দিয়াবাড়ি ৪টি বহুতল ভবনে ১ হাজার ২০০ বেড সহ মোট সাড়ে ৪ হাজার করোনা আইসোলেশন বেড দ্রুতই প্রস্তুত করা হচ্ছে। শনিবার দুপুরে মহাখালীর ইনফরশেন ম্যানেজমেন্ট সিস্টেম বিভাগের ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিং এ এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

[৩] এগুলোর পাশাপাশি ঢাকার সরকারি মুগদা হাসপাতাল, নিটোর হাসপাতালসহ আরো বেশকিছু হাসপাতাল করোনা মোকাবেলায় প্রস্তুত করা হবে। অন্যদিকে দেশের প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের পক্ষ থেকেও পিপিই সরবরাহসহ নানাভাবে সরকারকে সহায়তায় এগিয়ে এসেছে বলে জানিয়েছেন মন্ত্রী।তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই ভাইরাসকে মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে।

[৪] উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় এখন পর্যন্ত ঢাকা শহরে সরকারি ও প্রাইভেট হাসপাতালে মোট ১ হাজার ৫৫০ বেড প্রস্তুত রয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০০ বেড সরকারি ও ১৫০ বেড ব্যক্তিমালিকানাধীন হাসপাতালের। এছাড়া দেশের ৮টি বিভাগীয় শহরের মধ্যে ঢাকা বিভাগে ৬৭৭ টি, চট্টগ্রাম বিভাগে ৮৪৮ টি, ময়মনসিংহ বিভাগে ৮৫০ টি, বরিশাল বিভাগে ৪৮৩ টি, সিলেট বিভাগে ১১৮ টি,রাজশাহী বিভাগে ১২০০ টি, খুলনা বিভাগে ১৮০ টি ও বরিশাল বিভাগে ৭৮৭ টি শয্যাসহ সারাদেশে মোট ৬৬৯৩ টি শয্যা শুধুমাত্র করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্যই আলাদাভাবে প্রস্তুত রাখা হয়েছে।

[৫] করোনা সেবা দেয়ায় দেশের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, পুলিশ, সেনাসদস্য, গনমাধ্যমকর্মীসহ অনেক পেশাজীবী ব্যক্তিবর্গ তাদের কাজে নিয়োজিত অবস্থায় আক্রান্ত হচ্ছেন জানিয়ে তাদের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়