শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরবর্তী দেশের মুক্তির সংগ্রাম অব্যাহত থাকবে, বর্তমান প্রেক্ষাপটে যা প্রয়োজন আমরা তাই করছি, বললেন আমির খসরু

শাহানুজ্জামান টিটু: [২] করোনা পরবর্তী নেতাকর্মীদের রাজনীতির মাঠে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাল্টা প্রশ্ন কেন হতে হবে? বর্তমান প্রেক্ষাপটে আমাদের নেতাকর্মীরা তো এখনো জনগণের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। সক্রিয় করতে সমস্যা হবে না। তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে। বিএনপি তো সবচেয়ে জনপ্রিয় এবং জনসম্পৃক্ত একটি দল।

[৩] বিএনপির এই নীতিনির্ধারক বলেন, বিএনপির চিকিৎসকরা বিশেষ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা, পরিচ্ছন্ন অভিযান এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে এটাই প্রযোজ্য। এবং মানুষ যখন এখান থেকে মুক্তি পাবে তখন দেশের মুক্তির সংগ্রাম সেই সংগ্রাম অব্যাহত থাকবে। নেতাকর্মীরা সক্রিয় হবে কারণ মানুষ তার মুক্তির জন্য কখনো পিছপা হয়নি। এই অবস্থার উত্তরণ এরপর আমরা সেই অবস্থার দিকে এগিয়ে নেব। এই মুহূর্তে জনগণের জীবন আমাদের সবচেয়ে প্রধান বিবেচ্য হওয়া উচিত।

[৪] বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ সময় ঘরে অবস্থান করলেও আমরা যোগাযোগ রেখেছি নেতাকর্মীদের সঙ্গে। টেলিফোন স্কাইপির মাধ্যমে ভিডিও কনফারেন্সে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য সামগ্রী কোথায় কিভাবে যাবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা তদারকি অব্যাহত রেখেছি।

[৫] সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, সবার সঙ্গে কথা বলছি কোন কাজটি আগে করতে হবে সে বিষয়ে নিয়ে এবং এই কাজ গুলোকে আরো বেশি কিভাবে সম্প্রসারণ করা যায় এ কাজগুলো অব্যাহত রয়েছে সারা দেশে।

[৬] আমির খসরু বলেন, রাজনীতি এবং অর্থনীতির এই দুটোকে আলাদা করা যাবে না। এমনকি সমাজকেও না। সবগুলো মিলেই তো একটা। এগুলোতে স্বচ্ছতা থাকতে হবে। মানুষের জন্য থাকতে হবে, মানুষের জন্যই হতে হবে। রাজনীতি অর্থনীতি সমাজনীতিতে স্বচ্ছতার অভাব রয়েছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে, উপলব্ধি করতে হবে।

[৭] তিনি বলেন, কিছু সুবিধাবাদী লোকে পেট চালাবে, দেশ দখল করবে এটা বেশিদিন চলবে না। এটা করো না চেয়ে আরো বেশি খারাপ।কারণ স্বাভাবিকভাবে মানুষের চিন্তার প্রতিফলন হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়