শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিশরে একই পরিবারে করোনা আক্রান্ত ৩০, মারা গেছে ২, ডাক্তারের ভুলে এই পরিণতি

ইসমাঈল আযহার: [২] করোনা আক্রান্ত ওই পরিবারের দুই সদস্য শুক্রবার (১০ এপ্রিল) আল আরাবিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তরা বাতিম এলাকার একই রাস্তার ‍দুই পাশের বাড়িতে বসবাস করেন। আল আরাবিয়া

[৩] পরিবারটির করোনা আক্রান্ত এক সদস্য নছর সায়েদ। যিনি কাফর দেশটির আল-জিয়াত এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আল আরাবিয়াকে বলেন, দুই সপ্তাহ আগের কথা। আমার বড় চাচা আব্দুর রউফ নছরের(৫০) হঠাৎ বোমি এবং প্রচণ্ড জ্বর এলো এবং তার বুকে খুব ব্যথা অনুভূত হচ্ছিল। তিনি করোনা সন্দেহে একটি হাসপাতালে গেলে তারা জানালো এটি ঠান্ডাজনিত রোগ।

[৪] নছর সায়েদ বলেন, চাচা ঘরে ফেরার পর আমার চাচীসহ ঘরের মহিলারা তার সেবা শুশ্রুষা করেন। তার কাছে যান।

[৫] তিনি বলেন, এর মধ্যে এই একই অসুস্থতায় আক্রান্ত হন আমার আরেক চাচা আব্দুল ফাত্তাহ নছর। তিনি হাসপাতালে গেলে তাকেও ডাক্তাররা জানান, এটা ঠান্ডাজনিত রোগ। এই চাচা ফিরলে বাড়ির মহিলারা সেবা শুশ্রুষা করেন।

[৬] সায়েদ বলেন, এভাবে বাড়িতে একের পর এক কয়েকজন এমন রোগাক্রান্ত হলো। ডাক্তাররা তাদের সবাইকে একই কথা বললেন –এটি ঠান্ডাজনিত রোগ।

[৭] সায়েদ আরও বলেন, অবশেষে আমার বড় চাচা অত্যাধুনিক একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার করোনা পরীক্ষা হলে টেস্ট পজেটিভ আসে। এভাবেই আমাদের পরিবারের ৩০ সদস্য করোনা আক্রান্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়