শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে ১০ টাকা কেজির ৯০ বস্তা চালসহ আটক ২

ডেস্ক রিপোর্ট : [২] ট্রাক্টরসহ উদ্ধার চালরংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ করা ৯০ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র চাল আটক করার কথা নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় একটি মামলা হয়েছে। বাংলা ট্রিবিউন

[৩] পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে একটি ট্রাক্টরে করে ৩৮ বস্তা চাল পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি সড়ক দিয়ে গোপনে নিয়ে যাওয়ার সময় ভেন্ডাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আহিন আলমের নেতৃত্বে পুলিশ সেটি আটক করে। এ সময় ট্রাক্টর চালক ইসমাইল ও হেলপার রিয়াদকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এসব চাল তারা পার্শ্ববর্তী সাদুল্লাপুরে নিয়ে যাচ্ছিল। পরে তাদের স্বীকারোক্তির উপর ভিত্তি করে আরও তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ৫২ বস্তা চাল উদ্ধার করা হয়। চালগুলো পীরগঞ্জ খাদ্য গুদাম থেকে উত্তোলন করে ১০ টাকা কেজি দরে বিক্রির কথা ছিল।

[৪] পীরগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্ত ডিলারদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়