শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রামবাসীর লকডাউন নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ

সালেহ্ বিপ্লব : [২]  জেলার সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় লকডাউনের নামে গ্রাম্য রাস্তা অবরোধ করে দেয়াকে কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  পুলিশ গ্রামবাসীকে লক্ষ্য করে ১৫/২০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে এবং গ্রামবাসী পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। পাঠক নিউজ

[৩] পুলিশ ও গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায়, করোনা সংক্রমনের কারণে ফুলতলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা বাঁশ দিয়ে গ্রামের রাস্তাটি বন্ধ করে দেয় কয়েকদিন আগে। যার ফলে লোকমান হোসেনের মালিকানাধীন জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ডের কোন গাড়ি প্রবেশ করতে পারছিল না। এ নিয়ে জন প্রতিনিধি ও ইয়ার্ড মালিকের সাথে গ্রামবাসীর বিরোধ বাঁধে। স্থানীয় ইউপি মেম্বার ব্যারিকেড তুলে দিতে চাইলে গ্রামবাসী বাধা দেয়।

[৪] বিষয়টি ইয়ার্ড কর্তপক্ষ পুলিশকে জানালে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড থানার পুলিশ গিয়ে রাস্তা থেকে ব্যারিকেড সরিয়ে দেয়। এসময় গ্রামবাসীর সাথে পুলিশের তর্ক-বির্তক শুরু হয়। এরপর দুইপক্ষের মধ্যে বেশ উক্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

[৫] গ্রামবাসী বলেন, সারাদেশে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলেছে, আমাদের গ্রামে যাতে করোনা ভাইরাসের সংক্রামণ ছড়াতে না পারে সেজন্য আমরা গ্রামবাসী স্বেচ্ছায় লকডাউন করি। কিন্তু জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষ তাদের ইয়ার্ড চালু করে বাহির থেকে গাড়ি গ্রামে ঢুকাচ্ছে। আমরা বাঁধা দিলে তারা পুলিশ এনে গ্রামবাসীর উপর নির্যাতন করে।

[৬] তারা আরো জানায়, জিরি সুবেদার কর্তৃপক্ষ এখানে কোটি কোটি ব্যাবসা করলেও বর্তমানে করোনা ভাইরাসের কারণে গ্রামের খেটে খাওয়া মানুষকে কোন রকমের সহযোগিতা করেনি, এছাড়া গ্রামের রাস্তাটা তাদের গাড়ি চালিয়ে নষ্ট করলেও রাস্তাটা মেরামতের কোন উদ্যেগ নেয়নি।

[৭]  অভিযোগগুলো অস্বীকার করে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রতিনিধি মোঃ মহিউদ্দিন বলেন, গ্রামের কিছু ব্যক্তি লকডাউনের নামে রাস্তা বন্ধ করে ইয়ার্ডে ডাকাতি করার প্রস্তুুতি নিচ্ছে, কয়েকদিন আগেও তারা দারোয়ানকে মেরে ইয়ার্ডে ডাকাতি করেছে। আর করোনাভাইরাসের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা গ্রামবাসীর জন্য ত্রাণ সামগ্রী দিয়েছি।

[৮] ঘটনা সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা  পাঠক ডট নিউজকে বলেন, এলাকাবাসী বাঁশ দিয়ে রাস্তা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে উক্তেজিত গ্রামবাসী আমাদের উপর পাথর ছুঁড়ে মারে।তবে গ্রামবাসীকে লক্ষ্য করে ফাঁকাগুলি ছোঁড়ার বিষয়টি অস্বীকার করেন ওসি।

[৯] খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী সাহা, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির হোসেন। এএসপি সমাধানের আশ্বাস দিলে গ্রামবাসী মধ্যরাতে যার যার ঘরে ফিরে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়