শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে ত্রাণের দাবীতে মানবন্ধনে হামলা আহত ৭

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ [২ দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী অাঞ্চলিক মহসড়ক এরশাদ নগর মোড়ে ত্রাণের দাবীতে কর্মহীন ও দরিদ্র লোকজনের মানবন্ধনে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
[৩] আজ শুক্রবার সকাল ১০টা দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের আনুমানিক ২শতাধিক লোক সড়কের দুই পার্শ্বে মানববন্ধনের আয়োজন করে। এসময় সড়কের পাশেই স্বেচ্ছায় লক ডাউনে আবদ্ধ থাকা এরশাদ নগরের লোকজন মানববন্ধন আয়োজনকারীদেরকে সেখানে থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুইপক্ষের মধ্যে প্রায় ২০মিনিটি যাবত ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ঝাউপাড়া গ্রামের তোরাব উদ্দিন (২৫), সোহাগ (১৯) ও হাবিব (২১)সহ অন্তত ৬/৭জন আহত হয়। এদের মধ্যে মাথায় গুরুতর আহত তোরাব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
[৪] পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের মোনায়েম সরকার অভিযোগ করেন, ইউপি মেম্বার গত বৃহস্পতিবার রাতের আধারে ২৭ জন ব্যক্তিকে ১০ কেজি করে চাল বিতরন করেন। যাদের মাঝে এসব চাল বিতরন করা হয়েছে তাদের মধ্যে বেশ কিছু লোক স্বচ্ছল ব্যক্তি রয়েছে।
[৫] অথচ এ গ্রামে এখনও অসংখ্য দরিদ্র লোকজন আছে তারা কোন ধরনের ত্রান সুবিধা পাচ্ছেনা। তাই আমরা গ্রামবাসীগন ঐক্যবদ্ধ হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত মানববন্ধনের আয়োজন করেছি।
[৬] এবিষয়ে ৬নং ওয়ার্ডের মেম্বার কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা ত্রান কার্যালয় থেকে ২৭ জনকে ত্রান দিতে বলেছে। অপ্রতুল হওয়ায় অনেকেই বঞ্চিত হয়েছে।
[৭] পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম ফারুক জানান, গত বৃহস্পতিবার রাতে ওই ওয়ার্ডের ২৭ ব্যক্তিকে ত্রাণ দেয়া হয়েছে। বরাদ্দ কম থাকায় বিপুল সংখ্যক মানুষকে ত্রাণ দেয়া সম্ভব হয়নি।
[৮] পার্বতীপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২৫টন চাল দেয়া হয়েছে পৌরসভাসহ ১০টি ইউনিয়নে বিতরনের জন্য। অপ্রতুল হওয়ায় সব পর্যায়ের লোকজন আপাতত নাও পেতে পারেন। তবে পর্যায়ক্রমে বঞ্চিতরা ত্রান পাবে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, সংঘর্ষ এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।
  • সর্বশেষ
  • জনপ্রিয়