শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে লেনদেন নিয়ে বিরোধের জের ধরে বন্ধুর হাতে বন্ধু খুন

ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] করোনাভাইরাস প্রতিরোধে ঘোষিত ছুটিতে বাড়িতে এসে টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে বন্ধুর হাতে নিহত হলো শামীম হোসেন (১৮) নামে এক মাদরাসা ছাত্র। গতকাল রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউপির পারকুন্ডা গ্রামে একটি ভুট্টক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] নিহত শামীম হোসেন পারকুন্ডা দীঘিয়া গ্রামের শামসুল আলমের ছেলে এবং ঢাকার ফুলবাড়িয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র।

[৪] পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত শামীম করোনার ছুটিতে ঢাকা থেকে বাড়িতে ফিরে এবং ঘাতক হাসান আলীও শহরের মাদরাসা থেকে বাড়ি ফেরে। তাদের মধ্যে ৯ হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। গত বুধবার (৮ এপ্রিল) রাতে শামীম নেকমরদ বাজারে বেড়াতে গেলে আর বাড়ি ফিরেনি। স্বজনরা খোঁজাখুঁজি করে তাকে না পেলেও পরের দিন রাত এগারোটায় শামীমের মরদেহ বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ গিয়ে উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্ত করা হয়েছে।

[৫] এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার তার বন্ধু হাসান আলীকে (১৯) গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা রানীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আলম ডন।

[৬] হাসান আলী একই এলাকার মৃত নুর মোহাম্মদ চোথা মিয়ার ছেলে। তিনি ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া হাফেজিয়া মাদরাসায় লেখাপড়া করেন।

[৭] রাণীশংকৈল থানা পুলিশের ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরো বলেন, হত্যার ঘটনায় জড়িত থাকায় পুলিশ হাসান আলী নামে একজনকে গ্রেফতার করেছে। সে দোষ স্বীকার করে শুক্রবার ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়