শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসপি গ্রুপের মালিক সুবল চন্দ্র সাহা, আপনাকে স্যালুট

কামরুল হাসান মামুন : সব গার্মেন্টস বা শিল্প মালিক এক নয়। তাদের মধ্যে কেউ কেউ শুধু মানুষ নয় তার চেয়েও বেশিও হয়। ঠিক যেমন এসপি গ্রুপের মালিক সুবল চন্দ্র সাহা। শুনলাম তিনি তার কারখানার প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারীদের মার্চ এপ্রিলের বেতন ইতোমধ্যেই দিয়ে দিয়েছেন। এখানেই ক্ষান্ত হননি। একই সঙ্গে সামনে তাদের দুঃসময়ের দায় বহন করার নিশ্চয়তাও দিয়েছেন। তিনি বিকাশে ঈদ বোনাস পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে নিয়ম অনুযায়ীই ছুটি বাড়িয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। তাতে বেতন এবং চাকরি কোনো ধরনের হুমকির মধ্যে পড়বে না বলে শ্রমিক-কর্মচারীদের তিনি জানিয়ে দিয়েছেন। তাতে কি সে গরিব হয়ে যাবে? দেখবেন এই শ্রমিকরা কীভাবে পুষিয়ে দেয়। ভালোবাসলে ভালোবাসা পায়। যেটা জেনে আরও ভালো লেগেছে সেটা হলো তিনি ঋণ খেলাপি নন। আপনাকে স্যালুট। এ রকম বিবেকবান মানুষ প্রায় বিলুপ্তির পথে। আমাদের এ রকম মানুষদের তুলে জনগণের সামনে উদাহরণ হিসেবে দেখতে হবে। দেখো ভালো মালিক দেখো। শেখো। খারাপ মানুষদের মাঝে এই ভালো মানুষদের আমরা খুঁজে পাই না। আজ পেয়ে আমার যে কী ভালো লাগছে। এই মন খারাপের সময়ে এটা একটা টনিকের মতো কাজ করছে। তাই তার সস্ত্রীক ছবিটাও শেয়ার করলাম। তারাই আসল হিরো। মানুষকে ভালোবাসার ইচ্ছা থাকতে হয়। মানুষকে ভালোবাসলে যা ফেরত পাওয়া যায় সেটা টাকার চেয়ে অনেক মূল্যবান। এই কথাগুলো আমাদের ংড় পধষষবফ মালিকরা বোঝে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়