শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গেন্ডারিয়া ছাত্রলীগ পরিচয়ে হামলায় বৃদ্ধাসহ আহত ৫

ইসমাঈল হুসাইন ইমু : [২] রাজধানীর গেন্ডারিয়া এলাকায় সন্ত্রাসী মাদক ব্যসায়ীদের হামলায় ৮৫ বছরের এক বৃদ্ধাসহ ৫জন আহত হয়েছেন। এঘটনায় গেন্ডারিয়া থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা না নিয়ে আপোস করার জন্য চাপ প্রয়োগ করছেন বলে ভুক্তভোগিরা অভিযোগ করেছেন। আহতরা হলেন, ফাতেম বেগম (৮৫) তার ছেলে শাহীন (৫৩), তার স্ত্রী জেসমিন আরা বেগম (৪২) তার বড় ছেলে আল আমীন (১৭) । বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটেছে।

[৩] ভুক্তিভোগি সাইফুল ইসলাম শাহীন জানান, গত ৬ এপ্রিল আমার ২৪ নম্বর শাখারীবাাজারস্থ বাড়ির নিচ তলায় ২সন্ত্রাসী ঢুকে বাথরুমে যেতে চায়। এসময় আমার বাড়ির দারোয়ান তাদের বাঁধা দিয়ে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দেয়। এরপর তারা চলে যায়।

[৪]পরে শবেবরাতের দিন সন্ধ্যার পর আমার ছেলে আল আমিনের বন্ধু তার ক্লাশের নোট খাতা দেওয়ার জন্য বাড়িতে প্রবেশ করে। এসময় সন্ত্রাসী কানা রানা, সাগর, সজিব এসে আমার বাড়ির দারোয়ানকে বলে আজকে বাইরে থেকে লোক ঢুকলো কেন। এই বলেই তাকে মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ফোন করে শিশির নামে এক নেতার নেত্রেত্বে সন্ত্রাসী কালা শাকিল, বাবা সুমন, সজিব, সাগরচন্দ্র শীলসহ প্রায় ৩০জন সন্ত্রাসী বাড়িতে ঢুকে তান্ডব চালায়। এসময় আমি এগিয়ে গেলে আমাকে মারধর করে।

[৫] তিরি আরো বলেন, আমার বৃদ্ধা মা এগিয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ডাক চিৎকার শুনে আমার ্স্ত্রী ও বড় ছেলে এগিয়ে আসলে তাদেরকে মারধর করে। একপর্যায়ে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী থানায় অভিযোগ দিলে হত্যাসহ বড় ধরণে ক্ষতি করবে বলে হুমকি দিযে চলে যায়।

[৬] এ ব্যাপারে গেন্ডারিয়া থানার ওসি মো. সাজু মিয়া জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তাই বিষয়টি নিয়ে বসবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়