শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার থেকে নোয়াখালী জেলা লকডাউন

মাহবুবুর রহমান, নোয়াখালী প্রতিনিধি : [২] জেলায় করোনাসংক্রমণ প্রতিরোধে নোয়াখালীকে লকডাউন ঘোষণা করা হয়। শুক্রবার বেলা ৫ টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক তন্ময় দাশ ।

[৩] নোয়াখালী জেলা প্রশাসনের ওয়েবসাইটের গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , করোনা সংক্রমন প্রতিরোধে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সকাল ৬ টা থেকে নোয়াখালীতে কেউ নতুন করে প্রবেশ ও প্রস্থান করতে পারবে না। তবে এ বিজ্ঞপ্তিতে জরুরি সেবা ছাড়া সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। এবং নিত্যপ্রয়োজনীয় দোকানগুলো সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকবে

[৪] তবে নিত্যপ্রয়োজনীয় পরিবহন ও অসুস্থ রোগী বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। মহাসড়কসহ আঞ্চলিক মহাসড়ক বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। কোবিড-১৯ মোকাবেলায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

[৫] এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাশ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা বদ্ধ পরিকর। এ লক্ষ্য নোয়াখালী জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী জেলা আগামীকাল সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর হবে । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়