শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় সীমিত পরিসরে জুম্মার নামাজ আদায়

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] করোনা সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্য পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার কুমিল্লায় সীমিত পরিসরে জুম্মার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলার মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিলো না।

[৩] বেলা পৌনে ১ টা। সরেজমিনে নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, দারোগাবাড়ী মসজিদ, মুগলটুলী শাহসুজা মসজিদ, কালিয়াজুড়ি আইনুদ্দিন শাহ মাজার মসজিদ, কালেক্টরেট মসজিদ ও পুলিশ লাইন মসজিদে গিয়ে দেখা যায় মসজিদে ভীড় নেই। মসজিদজুড়ে নিরবতা। মসজিদের সামনে নেই ভিক্ষুকদের দীর্ঘ সারি। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ১০ জন করে প্রতি মসজিদে জুম্মার নামাজ আদায় করবে।

[৪] দারোগাবাড়ী মসজিদে নামাজ আদায় করতে এসে মুসুল্লি বেশী হওয়ায় বাড়িতে গিয়ে নামাজ আদায় করবেন আমজাদ। জানালেন সিদ্ধান্ত সবার জন্য। তাই বাড়ী ফিরে যোহর নামাজ আদায় করবো বলে কাঁদো কাঁদো স্বরে বলে উঠেন আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আমরা আবার একসাথে জুম্মার নামাজ আদায় করতে পারবো।

[৫] দারোগাবাড়ী মসজিদে গিয়ে দেখা যায়, সাধারণ মুসুল্লিরা যেন ভীড় করে নামাজ না আদায় করে সে জন্য মসজিদের সামনে এক পুলিশ কর্মকর্তা ধর্মপ্রান মুসুল্লিদের ভীড় না করার অনুরোধ করতে দেখা যায়।

[৬] কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক সরকার সারোয়ার আলম জানান, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা জেলার প্রতিটি মসজিদে জানিয়ে দেই পাঁচ ওয়াক্ত নামাজে ৫ এবং জুম্মার নামাজে ১০ জন জামাতে নামাজ আদায় করবে। কেন্দ্রীয়ভাবে ওলামায়েকেরামগণ এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়