শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরীব মানুষের রিলিফ ইউনিয়ন পর্যন্ত পরিবহণে সরকারের কোন বরাদ্দ নেই

বিশ্বজিৎ দত্ত:  [২] ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলছেন, দুর্যোগের কারণে তারা রিলিফের পণ্য নিজেদের অর্থেই পরিবহন করছেন। এমনকি রিলিফের জন্য ব্যাগ, কুলিভাড়া, বাজার থেকে কিনে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিয়ে যাওয়া সবই নিজ অর্থে করছেন।

[৩] সুনামগঞ্জ জেলার কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ইউনিয়নের আয়তন ও জনসংখ্যা অনুসারে রিলিফ বরাদ্দ দেওয়া হয়েছে। ১০ কেজি করে কোথাও ১৫ কেজি কওে মাথা পিছু চাল দেওয়া হয়েছে। আর অর্থ দেওয়া হয়েছে ৬৬ টাকা ৬৬ পয়সা করে। এই অর্থে ১ কেজি মুশুরি ডাল আর ২ কেজি আলু কিনে দিতে হবে। বরাদ্দ ৬৬ টাকা বাকি অর্থ কোথা থেকে আসবে।

[৪] এ বিষয়ে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের ডিজি জানান, উপজেলা পর্যন্ত ত্রান পৌঁছে দেবার জন্য বরাদ্দ রয়েছে। এরপরে ত্রান কিভাবে যাবে তার সিস্টেম রয়েছে। সিস্টেম টা কি ? এ বিষয়ে তিনি বলেন, আমরা পরিবহণে কিছু বরাদ্দ দেই। স্থানীয় প্রশাসন তা ম্যানেজ করে নেয়।

[৫] সুনামগঞ্জের ইউপি চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী বলেন, স্থানীয় ম্যানেজ মানেই হলো, আমরা যেহেতু জনপ্রতিনিধি আমাদের পকেট থেকে টাকা দাও। কারণ জনগণতো আমাদেরই বলে রিলিফ এসেছে দিলেন না কেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়