শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরীব মানুষের রিলিফ ইউনিয়ন পর্যন্ত পরিবহণে সরকারের কোন বরাদ্দ নেই

বিশ্বজিৎ দত্ত:  [২] ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলছেন, দুর্যোগের কারণে তারা রিলিফের পণ্য নিজেদের অর্থেই পরিবহন করছেন। এমনকি রিলিফের জন্য ব্যাগ, কুলিভাড়া, বাজার থেকে কিনে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিয়ে যাওয়া সবই নিজ অর্থে করছেন।

[৩] সুনামগঞ্জ জেলার কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ইউনিয়নের আয়তন ও জনসংখ্যা অনুসারে রিলিফ বরাদ্দ দেওয়া হয়েছে। ১০ কেজি করে কোথাও ১৫ কেজি কওে মাথা পিছু চাল দেওয়া হয়েছে। আর অর্থ দেওয়া হয়েছে ৬৬ টাকা ৬৬ পয়সা করে। এই অর্থে ১ কেজি মুশুরি ডাল আর ২ কেজি আলু কিনে দিতে হবে। বরাদ্দ ৬৬ টাকা বাকি অর্থ কোথা থেকে আসবে।

[৪] এ বিষয়ে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের ডিজি জানান, উপজেলা পর্যন্ত ত্রান পৌঁছে দেবার জন্য বরাদ্দ রয়েছে। এরপরে ত্রান কিভাবে যাবে তার সিস্টেম রয়েছে। সিস্টেম টা কি ? এ বিষয়ে তিনি বলেন, আমরা পরিবহণে কিছু বরাদ্দ দেই। স্থানীয় প্রশাসন তা ম্যানেজ করে নেয়।

[৫] সুনামগঞ্জের ইউপি চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী বলেন, স্থানীয় ম্যানেজ মানেই হলো, আমরা যেহেতু জনপ্রতিনিধি আমাদের পকেট থেকে টাকা দাও। কারণ জনগণতো আমাদেরই বলে রিলিফ এসেছে দিলেন না কেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়