শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরীব মানুষের রিলিফ ইউনিয়ন পর্যন্ত পরিবহণে সরকারের কোন বরাদ্দ নেই

বিশ্বজিৎ দত্ত:  [২] ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলছেন, দুর্যোগের কারণে তারা রিলিফের পণ্য নিজেদের অর্থেই পরিবহন করছেন। এমনকি রিলিফের জন্য ব্যাগ, কুলিভাড়া, বাজার থেকে কিনে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিয়ে যাওয়া সবই নিজ অর্থে করছেন।

[৩] সুনামগঞ্জ জেলার কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ইউনিয়নের আয়তন ও জনসংখ্যা অনুসারে রিলিফ বরাদ্দ দেওয়া হয়েছে। ১০ কেজি করে কোথাও ১৫ কেজি কওে মাথা পিছু চাল দেওয়া হয়েছে। আর অর্থ দেওয়া হয়েছে ৬৬ টাকা ৬৬ পয়সা করে। এই অর্থে ১ কেজি মুশুরি ডাল আর ২ কেজি আলু কিনে দিতে হবে। বরাদ্দ ৬৬ টাকা বাকি অর্থ কোথা থেকে আসবে।

[৪] এ বিষয়ে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের ডিজি জানান, উপজেলা পর্যন্ত ত্রান পৌঁছে দেবার জন্য বরাদ্দ রয়েছে। এরপরে ত্রান কিভাবে যাবে তার সিস্টেম রয়েছে। সিস্টেম টা কি ? এ বিষয়ে তিনি বলেন, আমরা পরিবহণে কিছু বরাদ্দ দেই। স্থানীয় প্রশাসন তা ম্যানেজ করে নেয়।

[৫] সুনামগঞ্জের ইউপি চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী বলেন, স্থানীয় ম্যানেজ মানেই হলো, আমরা যেহেতু জনপ্রতিনিধি আমাদের পকেট থেকে টাকা দাও। কারণ জনগণতো আমাদেরই বলে রিলিফ এসেছে দিলেন না কেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়