শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] এতোদিন যে টুর্নামেন্ট শেষ হয়ে যেতো সেটা করোনাভাইরাসের কারণে এক রাউন্ড পরেই বন্ধ রয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন ক্রিকেটাররা। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন তাদের অনুদান দেয়ার। ঘোষণা অনুযায়ী ক্রিকেটারদেরকে টাকা বুঝিয়ে দিয়েছে বিসিবি।

[৩] কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আয়ের মূল উৎস ঘরোয়া ক্রিকেট। আর ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ডিপিএল। কিন্তু এবারের টুর্নামেন্ট না হওয়ায় পুরো বছরের আয়বঞ্চিত হচ্ছিলো ক্রিকেটাররা। গত ২৮ মার্চ তাদের আর্থিক সহযোগিতার ঘোষণা দেন পাপন।

[৪] ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন ক্রিকেটারদের অনুদান বুঝিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আলী হোসেন বলেন, বোর্ড সভাপতির প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি ক্রিকেটারকে ৩০ হাজার টাকা করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ১২টি ক্লাব কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করেছি।

[৫] মোট ৯৬ ক্রিকেটারের জন্য এই অনুদান দেয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে বর্তমানে পরিস্থিতি ঠিক নেই। তারা যেন এই কঠিন বিপদের মধ্যে লড়াই করতে পারে এ কারণেই দ্রুত পদক্ষেপ নেয়া।

[৬] গত ১৫ই মার্চ পর্দা উঠেছিল এ বছরের প্রিমিয়ার লিগের। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের লিগের নাম দেয়া হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট ২০২০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়