শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ৬১ স্থানে করোনায় আক্রান্ত ১৯৬, নারায়নগঞ্জে ৫৯

লাইজুল ইসলাম : [২] বৃহস্পতিবার দুপুরে অনলাইনে করোনা সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১১২ জন। ঢাকা শহরে রয়েছেন মোট ৬২ জন। আর বাকিটা সারা বাংলাদেশের, এর মধ্যে ১৩ জন হচ্ছেন নারায়ণগঞ্জের।

[৩] এই ১১২ জন রোগীর মধ্যে ১০ বছরের নিচে আছে তিনজন। ১১-২০ বছরের মধ্যে রয়েছেন ৯ জন। ২১-৩০ বছরের মধ্যে ২৫ জন। ৩১-৪০ বছরের মধ্যে ২৪ জন। ৪১-৫০ বছরের মধ্যে রয়েছেন ১৭ জন। ৫১-৬০ বছরের মধ্যে রয়েছেন ২৩ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১১ জন। ১১২ জনের মধ্যে পুরুষের সংখ্যা ৭০ এবং মহিলার সংখ্যা ৪২ জন। আর আক্রান্তদের মধ্যে পুরুষের হার আমরা দেখতে পাচ্ছি দুই তৃতীয়াংশের মতো।

[৪] সারাদেশে করোনায় আজ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩০ জন। এরমধ্যে রাজধানীর ভিতরের এলাকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত উত্তরায় ১৬ জন। মিরপুর এক ও বাসাবোতে ১১ জন করে আক্রান্ত হয়েছেন। ধানমন্ডি ১৩, ওয়ারী ১০, টোলারবাগ-লালবাগ-মোহাম্মদপুর ৮ জন করে। উত্তর টোলারবাগ-মিরপুর এগারো-গুলশান-যাত্রাবাড়ী এলাকাগুলোতে ৬ জন করে আক্রান্ত হয়েছে। আজিমপুর-বংশাল এলাকায় ৪ জন করে আক্রান্ত হয়েছে। মিলপুর দশ-বসুন্ধরা-বেইলীরোড-শোয়ারীঘাট-বাবু বাজার-চকবাজার-হাজারিবাগ-গ্রীন রোড-জিগাতলা এসব এলাকায় ৩ জন করে আক্রান্ত হয়েছে। আগারগাঁও-শাহবাগ-হাতিরপুল-ইসলামপুর-লক্ষীবাজার-পুরানা পল্টন-মগবাজার-শান্তিনগর-বাড্ডা-মহাখালি-তেজগাও-মিরপুর বারো-শাহ আলী বাগ-পীরের বাগ এলাকাগুলোতে ২ জন করে আক্রান্ত হয়েছেন। মিরপুর তেরো-কাজীপাড়া-বেগুন বাড়ী-বনানী-বাড়িধারা-আশকোনা-মানিকদি-নিকুঞ্জ-শাজাহানপুর-রামপুরা-হাতিরঝিল-ইস্কাটন-রাজারবাগ-মুগদা-শনির আখড়া-কোতয়ালী-ধোলাই খাল-ধনীয়া-নারিন্দা-উর্দুরোড-বুয়েট এড়িয়া-বসিলা-সেন্ট্রালরোড-আদাবর এসব এলাকায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছে।

[৫] বরিশাল বাদে দেশের ৬ বিভাগের ২২ জেলা করোনা আক্রান্ত হয়েছে। ঢাকা জেলা ১৩, গাজীপুর-২, জামালপুর ৩, কিশোরগঞ্চ ১, মাদারীপুর ১১, মানিকগঞ্জ ৩, নারায়ানগঞ্জ ৫৯, নরসীংদি ৪, রাজবাড়ী ১, টাঙ্গাঈল ২, শরীয়তপুর ১, শেরপুর ২, চট্টগ্রাম ৯, কক্সবাজার ১, কুমিল্লা ৪, মৌলভীবাজার ১, সিলেট ১, রংপুর ২, গাইবান্ধা ৮, নীলফামারি ১, চুয়াডাঙ্গা ১, ময়মনসিং ৪ জন করে প্রতি জেলায় আক্রান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়